
অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে দেশে গত ১০মাসে প্রবাসীরা রেমিট্যান্স পাঠিয়েছেন ২৪.৫ বিলিয়ন ডলার। আর গত ১০মাসে দেশে রিজার্ভ বেড়েছে মাত্র ১.৬বিলিয়ন ডলার। তাই জনমণে প্রশ্ন তৈরি হয়েছে রেমিট্যান্স এর বাকি ২৩বিলিয়ন ডলার কোথায় গেল?
বাংলাদেশে ২০২৪-২৫ অর্থবছরের (জুলাই ২০২৪ থেকে এপ্রিল ২০২৫) প্রথম ১০ মাসে প্রবাসী আয় বা রেমিট্যান্সের পরিমাণ নিম্নরূপ:

এই ১০ মাসে মোট রেমিট্যান্স এসেছে ২৪৫৪ কোটি ডলার, যা আগের অর্থবছরের একই সময়ের তুলনায় ২৮.৩% বেশি। উল্লেখযোগ্যভাবে, মার্চ মাসে ৩২৯ কোটি ডলার রেমিট্যান্স এসেছে, যা একক মাস হিসেবে সর্বোচ্চ। অন্যদিকে, জুলাই মাসে ১৯০.৯০ কোটি ডলার রেমিট্যান্স এসেছে, যা এই ১০ মাসের মধ্যে সর্বনিম্ন।
গত জুলাই থেকে দেশের রিজার্ভের পরিমাণ:

রেকর্ড পরিমাণ রেমিটেন্স আসার পরেও রিজার্ভ বেড়েছে মাত্র দেড় বিলিয়ন ডলার। এছাড়াও অন্তর্বর্তী সরকারের তথ্যমতে দেশ থেকে টাকা পাচারও কমেছে। বৈদেশিক ঋণ গ্রহণের পরিমানও বেড়েছে। এতসবের পড়েও রিজার্ভ বাড়ছে কচ্ছপ গতিতে। শিল্প প্রতিষ্ঠানগুলোও নানা প্রতিবন্ধকতায় উৎপাদন কমিয়ে দিয়েছেম তাই কাঁচামালের রপ্তানিও কম। তারপরেও রিজার্ভ না বাড়ায় সরকারের অর্থনৈতিক কর্মকান্ড প্রশ্নবিদ্ধ হচ্ছে।










