
সম্প্রতি আরাকান আর্মি (AA) মিয়ানমার সীমান্ত ঘেঁষা বাংলাদেশ বর্ডার গার্ডের (BGB) একাধিক ক্যাম্পের অবস্থান প্রকাশ করে দিয়েছে। এই পদক্ষেপ এসেছে তখনই, যখন সম্প্রতি বাংলাদেশ সীমান্তের কাছের আরাকান আর্মির ঘাঁটিগুলোর অবস্থান ফাঁস হয়ে যায়। একটি স্বাধীন দেশের সীমান্তবর্তী সকল চেকপোস্টের লোকেশন একটি সংগঠনের কাছে চলে যাওয়ায় দেশের নিরাপত্তা এখন হুমকির মুখে।
আরাকান অভিযোগ করেছে যে, কিছু BGB কর্মকর্তা ARSA (আরাকান রোহিঙ্গা সালভেশন আর্মি) ও RSO (রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশন)–এর সদস্যদের সহায়তা দিচ্ছেন। এমনকি তারা দাবি করেছে, BGB ক্যাম্পগুলোর পাশে ARSA-র উপস্থিতিও চিহ্নিত করা হয়েছে।
বিশ্লেষকরা সতর্ক করেছেন—এই মানচিত্রে চিহ্নিত BGB ঘাঁটিগুলোই হয়তো এখন আরাকান আর্মির সম্ভাব্য সীমান্তপারের হামলার মূল লক্ষ্যবস্তু হতে পারে। আরাকান আর্মি আরসা ও আরএসও কে নির্মুলের নামে বাংলাদেশের অভ্যন্তরে আক্রমণের হুশিয়ারিও দিচ্ছে। এরই মধ্যে পার্বত্য অঞ্চলে চলছে অস্থির পরিস্থিত। সেই সময়ে আরাকান আর্মি কর্তৃক দেশের অভ্যন্তরে থাকা বিজিবি চেকপোস্টের লোকেশন প্রকাশ ও হুশিয়ারি দেশের নিরাপত্তার জন্য মারাত্মক হুমকির।