
অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণের পর থেকে ড. মুহম্মদ ইউনূস একের পর এক নিজ প্রতিষ্ঠানের মালিকানাধীন বিভিন্ন প্রতিষ্ঠান অনুমোদন করছেন। এবার ইউনূস প্রশাসন সরকারের একটি ক্ষুদ্রঋণ কর্মসূচি ড. ইউনূসের নিজ প্রতিষ্ঠানের অধীনে দখলে নিতে যাচ্ছে।
১৯৭৪ সাল থেকে সমাজকল্যাণ মন্ত্রণালয় নিজেদের লোকবলের (ইউনিয়ন সমাজকর্মী) মাধ্যমে ক্ষুদ্রঋণ কর্মসূচি বাস্তবায়ন করে আসছে। বর্তমানে এ কর্মসূচিতে ৭০০ কোটি টাকার বেশি ফান্ড রয়েছে। এবার সরকারি মালিকানাধীন এই কর্মসূচি ইউনূসের মালিকানাধীন গ্রামীণ ট্রাস্টের অধীনে করার কার্যক্রম শুরু হয়েছে।
সমাজকল্যাণ মন্ত্রনালয় ক্ষুদ্রঋণ কর্মসূচি গ্রামীণ ট্রাস্টের হাতে তুলে দেয়ার কাজ শুরু করেছে। ইতোমধ্যে একটি কমিটি গঠন করা হয়েছে সরকারি এই কার্যক্রম কে বেসরকারীকরণ করার জন্য প্রতিষ্ঠান নির্বাচনের জন্য। তবে সিঙ্গেল সোর্স সিলেকশন (এসএসএস) পদ্ধতিতে গ্রামীণ ট্রাস্টকে নির্বাচিত করা হচ্ছে। এসএসএস পদ্ধতি হলো শুধু একটি প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগে মাধ্যমে টার্মস এন্ড কন্ডিশন চূড়ান্ত করে তাদেরকেই কাজটা দেয়া।

এর মানে হলো, বাংলাদেশে ক্ষুদ্রঋণ নিয়ে কাজ করার প্রতিষ্ঠান যেমন- ব্র্যাক, আশা, ব্যুরো বাংলাদেশ ইত্যাদি চাইলেও সমাজকল্যাণের এই কর্মসূচি বাস্তবায়নের জন্য প্রতিযোগিতায় নামতে পারবে না। ড. ইউনূস নিজ ক্ষমতাবলে তার প্রতিষ্ঠানকে এতো বড় প্রকল্প দেওয়ার কাজ চুপিসারে করে নিলেন। এ নিয়ে সাধারণ জনগণ নানা ধরণের সমালোচনা করছেন।