
জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে মেট্রোরেলের পিলারগুলোতে আঁকা হচ্ছে বিশেষ চিত্র। যেখানে ফুটে উঠেছে দেড় দশকের বিভিন্ন ঘটনার প্রতিচ্ছবি। যার শিরোনাম ফিরে দেখা ‘ফ্যাসিস্ট রেজিম’। এর মূল উদ্যোক্তা ঢাকা উত্তর সিটি করপোরেশন।তবে শেখ হাসিনার আমলে তৈরি মেট্রোরেলের পিলারে হাসিনা বিরোধী গ্রাফিতি নিয়ে সমালোচনা করছে সাধারণ জনগণ।
সংশ্লিষ্টরা জানান, প্রথম ধাপে রাজধানীর কারওয়ান বাজার থেকে ফার্মগেট পর্যন্ত প্রতিটি পিলারেই আঁকার কাজ ইতোমধ্যে শেষ হয়েছে। দ্বিতীয় ধাপে বিজয় সরণি থেকে চলবে আগারগাঁও স্টেশন পর্যন্ত। আগামী ৫ আগস্টের মধ্যে শেষ করতে টানা কাজ করছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের চারুকলার শিক্ষার্থীরা।
এতে ২০০৯ থেকে ২৪ সাল পর্যন্ত সমালোচিত ইস্যুগুলো তুলে ধরা হয়েছে শিল্পকর্মের মাধ্যমে। অবশ্য ধারাবাহিকভাবে শাহবাগ থেকে মিরপুর-১০ পর্যন্ত হবে হবে এই গ্রাফিতি।একটি পিলারের এক পাশে সাল ও শিরোনাম এবং বাকি তিন পাশে রয়েছে এক বছরের সমালোচিত তিনটি ঘটনার খণ্ডচিত্র।
সোমবার (১৪ জুলাই) দুপুরে সরেজমিনে গিয়ে দেখা গেছে, তুলির আঁচরে আঁকা এসব চিত্র দেখছেন পথচারীরা। আর বাস যাত্রীদের অনেকেরই দৃষ্টি যেন সেদিকে।পথচারী রহমত উল্লাহ নীরব বলেন, এর মাধ্যমে বিগত সরকারের অপকর্মের চিত্র ফুটে উঠেছে। এটি নিজেদের জন্য বার্তা হিসেবে নিতে পারে আগামীতে রাষ্ট্র ক্ষমতায় আসা সরকার।
তবে হাসিনা আমলের তৈরি মেট্রোরেলের পিলারে শেখ হাসিনা বিরোধী গ্রাফিতি নিয়ে সাধারণ জনগণ নেতিবাচক সমালোচনাও করছেন। নাম প্রকাশে অনিচ্ছুক এক পথচারী জানান,’মেট্রোরেল তৈরি করে শেখ হাসিনা ঢাকাবাসীর জন্য অত্যন্ত উপকার করেছেন। এই মেট্রোরেল দেশে বিদেশে বাংলাদেশের জন্য সুনাম বয়ে আনছে। আর এই পিলারে এই মেট্রোরেলের কারিগড় শেখ হাসিনার বদনাম লিখা হচ্ছে যা মোটেই উচিত হয়নি,সরকারের উচিত এসব অপ্রয়োজনীয় কাজ বাদ দিয়ে শেখ হাসিনার মতো দেশের উন্নয়ন করে দেখানো।’