Home / অন্যান্য / জাতীয় / জামালপুর / বিএনপি নেতার গুদাম থেকে ১০৪ বস্তা সরকারি চাল উদ্ধার

বিএনপি নেতার গুদাম থেকে ১০৪ বস্তা সরকারি চাল উদ্ধার

জামালপুরের সরিষাবাড়ীতে বিএনপি নেতা আলী হোসেনের গুদাম থেকে ১০৪ বস্তা সরকারি চাল উদ্ধার করেছে যৌথ বাহিনী। এ ঘটনায় মঙ্গলবার (২০ মে) রাতে অবৈধ মজুতকারী ও কালোবাজারির অভিযোগ এনে একটি মামলা করা হয়েছে।

পুলিশ ও অভিযানিক দল সূত্র জানায়, সোমবার (১৯ মে) রাত সাড়ে ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে লেফট্যানেন্ট শাহারিয়া তালুকদার রিফাত ও উপজেলা (ভারপ্রাপ্ত) নির্বাহী কর্মকর্তা ও ভূমি সহকারী কর্মকর্তা লিজা রিছিলের নেতৃত্বে সেনাবাহিনী ও পুলিশ অভিযান চালায়। এ সময় ৫০ কেজি ওজনের ১০৪ বস্তায় ৫ হাজার ২০০ কেজি সরকারি ভিজিডি চাল জব্দ করা হয়।

যৌথবাহিনী সূত্রে জানা গেছে, অভিযুক্ত গুদাম মালিক মো. আলী হোসেন। তিনি পিংনা ইউনিয়নের ৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি এবং বাসুরিয়া গ্রামের মৃত লাল মাহমুদের ছেলে। অভিযানের সময় তিনি পালিয়ে যাওয়ায় আটক করা সম্ভব হয়নি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) লিজা রিছিল বলেন, পিংনা বাসুরিয়া এলাকায় অভিযান চালিয়ে সরকারি বস্তায় ৫ হাজার ২০০ কেজি অবৈধভাবে মজুতকৃত চাল জব্দ করা হয়েছে। পাশাপাশি মজুতকারীর বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে। যারা সরকারি চাল কেনাকাটা করবে তাদের বিরুদ্ধে এ অভিযান অব্যাহত থাকবে।সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রাশেদুল হাসান বলেন, উদ্ধার করা চালগুলো পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। অভিযুক্ত গুদাম মালিকের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *