Home / রাজনীতি / গুলশানে ৫০লাখ টাকা চাঁদা আনতে গিয়ে নাহিদ ইসলামের ঘনিষ্ঠ বৈষম্যবিরোধী নেতাসহ আটক ৫

গুলশানে ৫০লাখ টাকা চাঁদা আনতে গিয়ে নাহিদ ইসলামের ঘনিষ্ঠ বৈষম্যবিরোধী নেতাসহ আটক ৫

চাঁদার ২য় কিস্তি আনতে গিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাসহ আটক ৫।আটককৃত বৈষম্যবিরোধী নেতা রিয়াদের সাথে এনসিপি প্রধান নাহিদ ইসলামের ঘনিষ্ট সম্পর্ক রয়েছে বলে জানা গিয়েছে।

রাজধানীর গুলশানে সমন্বয়ক পরিচয়ে সংরক্ষিত মহিলা আসনের সাবেক এক সংসদ সদস্যের বাসায় চাঁদাবাজী করতে গিয়ে পাঁচজন আটক হয়েছে। জানা গেছে,গুলশানের ৮৩ নম্বর রোডের ওই বাড়িতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার যুগ্ম আহ্বায়ক রিয়াদের নেতৃত্বে ওই পাঁচজন চাঁদার দ্বিতীয় কিস্তি আনতে গিয়েছিলেন।

গুলশান থানার ওসি হাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার যুগ্ম আহ্বায়ক রিয়াদসহ পাঁচজন কয়েক দিন আগে সাবেক এমপি শাম্মি আহমেদের বাসায় গিয়ে ৫০ লাখ টাকা চাঁদা দাবি করেন। ওই দিন তারা ১০ লাখ টাকা নিয়ে আসেন।

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *