
চট্টগ্রামের হাটহাজারী উপজেলার দক্ষিণ মাদার্শা এলাকায় মানসিক ভারসাম্যহীন এক ব্যক্তিকে পিটিয়ে হ-ত্যা করা হয়েছে। নিহত ব্যাক্তিটি হলেন আহমদিয়া পাড়া-মুকুম তালুকদারের বাড়ির ‘মানিক’। আজ ১৯ই মে সোমবার নিহত ব্যাক্তির লাশটি এলাকায় পড়ে থাকতে দেখা যায়।
এর আগে গতকাল সকালে পারিবারিক শত্রুতার জেরে মানসিক ভারসাম্যহীন মানিকের সাথে দক্ষিণ মাদার্শা ছাত্রদল নেতা তৌহিদের মারামারি হয়। পরবর্তীতে রাতের আঁধারে মানিককে কে বা কারা পিটিয়ে ফেলে রাখে।পরবর্তীতে এলাকাবাসী তাকে মুমূর্ষু অবস্থায় পড়ে থাকতে দেখে।
স্থানীয় একজন এলাকাবাসী বলেন,”গতকাল মানিকের সাথে পারিবারিক কলহ নিয়ে কথাকাটাকাটি ও এক পর্যায়ে মারামারি হয় স্থানীয় ছাত্রদল নেতা তৌহিদের সাথে। তারপর রাত থেকে মানিক কে খুঁজে পাওয়া যাচ্ছিলোনা। আজ এলাকাবাসী তাকে আহত অবস্থায় পড়ে থাকতে দেখে। কিছুক্ষণ পড়েই সে মৃত্যুর কোলে ঢলে পড়ে।’

মানসিক ভারসাম্যহীন এমন ব্যক্তিকে নৃশংসভাবে হত্যায় ক্ষোভ প্রকাশ করেছে এলাকাবাসী। তারা এই হত্যাকান্ডের সুষ্ঠ তদন্ত ও বিচার দাবি করেছেন।