
জাতিসংঘের তৃতীয় ওশান কনফারেন্সে (মহাসাগর সম্মেলন) যোগ দিতে প্রধান উপদেষ্টা ড. ইউনূসের ফ্রান্স সফরের সব প্রস্তুতি সম্পন্ন করেছিল সরকার। ওই সম্মেলনের সাইড লাইনে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে ড. ইউনূসের একটি বৈঠকেরও অনুরোধ জানায় ঢাকা।
তবে এই মুহূর্তে সেই বৈঠকের প্রস্তাবে রাজি নয় ফ্রান্স। ফলে শেষ মুহূর্তে প্রধান উপদেষ্টার ফ্রান্স সফর বাতিল করতে হয়েছে।আগামী ৯ই জুন থেকে ফ্রান্সের নিস শহরে অনুষ্ঠিত হতে যাচ্ছে তৃতীয় ওশান কনফারেন্স। সম্মেলন শুরুর আগমুহূর্তে ৮ই জুন অংশগ্রহণকারীদের জন্য নৈশভোজের আয়োজন করেন ফরাসি প্রেসিডেন্ট।পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র জানায়, ফ্রান্সের আমন্ত্রণ পাওয়ার পর বাংলাদেশের পক্ষ থেকে ইমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে ড. ইউনূসের দ্বিপক্ষীয় বৈঠকের জোর চেষ্টা করা হয়।
প্যারিসের পক্ষ থেকে জানানো হয়, সম্মেলনে আসতে আগ্রহী অনেক দেশ ইতোমধ্যে দ্বিপক্ষীয় বৈঠক চেয়েছে। ফলে এখনই বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক নিশ্চিত করা যাচ্ছে না।সম্মেলনে আসার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠককে মিলিয়ে না দেখার কথা বলে ফ্রান্স। বরং সম্মেলনে ড. ইউনূস যোগ দিতে পারবেন কিনা, তা নিশ্চিত হতে চায় তারা। চলতি মাসের প্রথম সপ্তাহে এক চিঠির মাধ্যমে ঢাকা জানতে পারে যে, শীর্ষ পর্যায়ের বৈঠক সম্ভব নয়।
নাম না প্রকাশের শর্তে অন্তর্বর্তী সরকারের এক শীর্ষ কূটনীতিক জানান, প্যারিসের কাছে যখন দ্বিপক্ষীয় বৈঠকের আগ্রহ জানানো হয়েছিল, তখন তারা এটিকে শুধু আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ রাখতে চায়নি। তারা খুঁজেছে বৈঠক করলে তা থেকে কী ফল আসবে। এর অংশ হিসেবে ২০২৩ সালের প্রতিশ্রুতি অনুযায়ী স্যাটেলাইট ও এয়ারবাস ক্রয়ের বিষয়টি আকারে-ইঙ্গিতে সামনে নিয়ে আসে ফ্রান্স।ইঙ্গিত ছিল, এ ধরনের কোনো ইস্যু থাকলে দ্বিপক্ষীয় বৈঠকে আগ্রহ দেখাতে পারে দেশটি। এর সঙ্গে তাদের প্রতিশ্রুত জলবায়ুর অর্থেরও যোগসূত্র রয়েছে।
ফ্রান্সের প্রেসিডেন্টের আমন্ত্রণ পেলেও প্রধান উপদেষ্টা কেন যাচ্ছেন না- জানতে চাইলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনকূটনীতি অনুবিভাগ আনুষ্ঠানিকভাবে জানায়, জাতিসংঘের আসন্ন তৃতীয় ওশান কনফারেন্সে যোগ দেওয়ার প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ। তবে সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধিত্ব কে করবেন, তা এখনও চূড়ান্ত হয়নি।জানা গেছে, প্রধান উপদেষ্টার ফ্রান্স না যাওয়ার কারণ হিসেবে দেশে জরুরি কাজের কথা প্যারিসকে জানিয়েছে ঢাকা। আর সম্মেলনে প্রধান উপদেষ্টা যোগ দিতে না পারার কারণে দুঃখ প্রকাশ করা হয়।