Home / অন্যান্য / জাতীয় / মোহাম্মদপুরে একই পরিবারের ৭ জনকে কুপিয়ে জখম

মোহাম্মদপুরে একই পরিবারের ৭ জনকে কুপিয়ে জখম

মোহাম্মদপুরে একই পরিবারের ৭ জনকে কুপিয়ে জখমমোহাম্মদপুরের জাফরাবাদ এলাকায় গভীর রাতে কিশোর গ্যাংয়ের হামলা।রাজধানীর মোহাম্মদপুরে আবারো কিশোর গ্যাংয়ের ভয়াবহ হামলার ঘটনা ঘটেছে।দেশীয় ধারালো অস্ত্র দিয়ে একই পরিবারের ৭ জনকে কুপিয়ে জখম করেছে কিশোর গ্যাং সদস্যরা। এ ঘটনায় পুরো এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।মোহাম্মদপুরের জাফরাবাদ (ইত্যাদির মোড়) এর ৩৬১/বি বাসায় বুধবার (১৪ মে) দিবাগত রাত পৌনে দুইটায় এ ঘটনা ঘটে।‎‎এ ঘটনায় আহতরা হলেন- স্বপন, সাব্বির, রাব্বি, কাসেম, আফজাল, ফাতেমা বেগম ও মামুন। এদের মধ্যে গুরুতর আহত চারজন হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন আছেন।‎

স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল (বুধবার) দিবাগত রাত পৌনে দুইটায় ইত্যাদি মোড় জাফরাবাদ এলাকার একটি বাসার সামনে দুইজন কিশোর ঘোরাঘুরি করছিল। এ সময় রাব্বি নামে একজন বাসার আশপাশে তাদের ঘোরাঘুরির বিষয়ে জানতে চায়। এ নিয়ে কিশোরদের সঙ্গে কথা কাটাকাটির একপর্যায়ে তাদের সঙ্গে হাতাহাতি হয়। পরে ৪ থেকে ৫ মিনিটের মধ্যে ১৫-২০ জনের একটি দল দেশীয় অস্ত্র নিয়ে এসে প্রথমে রাব্বিকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। রাব্বিকে বাঁচাতে তার পরিবারের লোকজন এগিয়ে আসলে তাদের বাসায় ঢুকে একে একে ৭ জনকে কুপিয়ে জখম করে পালিয়ে যায় কিশোর গ্যাং সদস্যরা।‎

এ ঘটনায় ভুক্তভোগী আফজাল হোসেন বলেন, গতকাল (বুধবার) রাতে আমরা বাড়ির সামনে বসে ছিলাম।হঠাৎ দেখি দুইজন কম বয়সি ছেলে আমাদের বাড়ির আশপাশে উঁকি দিচ্ছে। তখন আমি তাদের ডেকে জিজ্ঞাসা করি তোমরা কারা। এ সময় কিশোরগুলো এমনভাবে কথা বলছিল মনে হলো তারা কোনো অপরাধ করতে এসেছে। তখন আমার সঙ্গে দাঁড়িয়ে থাকা রাব্বি তাদের পরিচয় জিজ্ঞাসা করায় তারা আরও উত্তেজিত হয়ে মারতে আসে। এমন পরিস্থিতি দেখে রাব্বি তাদের একজনকে একটু কড়া ভাষায় কথা বলায় তারা আরও রেগে গেলে তাদের সঙ্গে হাতাহাতি হয়। একপর্যায়ে তারা ফোন দিয়ে ৪-৫ মিনিটের মধ্যে দেশীয় ধারালো অস্ত্রশস্ত্রসহ তাদের গ্রুপের সদস্যরা এসে এলোপাতাড়ি কোপানো শুরু করে। এতে আমার হাতের রগ কেটে যায় এবং আমার পরিবারের ৭ জন সদস্য গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এদের মধ্যে আমার বড় ভাই স্বপনের অবস্থা আশঙ্কাজনক।‎

এ ঘটনায় প্রত্যক্ষদর্শী ফাতেমা বেগম জানান, বাসায় ওয়াসার পানি সংগ্রহ করতে আমরা প্রতিদিন রাত দুইটা-আড়াইটা পর্যন্ত জেগে থাকি। গতকাল (বুধবার) রাতে বাড়ির সামনে আমার ভাতিজা রাব্বির সঙ্গে কোনো একটা ছেলের বাকবিতণ্ডা হয়। এর কিছুক্ষণ পর দেখি ১৫-২০ জনের একটি দল দেশীয় ধারালো অস্ত্রশস্ত্র নিয়ে ভাতিজাকে এলোপাতাড়ি কোপাচ্ছে। এ সময় তাদের বাঁচাতে যারাই এসেছে সবাইকে কিশোর গ্যাংয়ের সদস্যরা এলোপাতাড়ি কুপিয়ে জখম করে পালিয়ে যায়। আমি ধরতে গিয়ে আমার নিজেরও পায়ে একটি কোপ লেগেছে।‎

এ বিষয়ে তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) বলেন, এ ঘটনায় ইতোমধ্যে ঘটনাস্থলে পুলিশ ও ডিবি পরিদর্শন করে এসেছে। আমরা ঘটনার সঙ্গে জড়িত সবাইকে গ্রেফতার করতে সর্বোচ্চ চেষ্টা করছি। আশা করছি, খুব শীঘ্রই তাদের গ্রেফতার করে আইনের আওতায় আনতে পারব।

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *