Home / খেলাধুলা / পিএসএলে ডাক পেলেন সাকিব, খেলবেন রিশাদের লাহোরে

পিএসএলে ডাক পেলেন সাকিব, খেলবেন রিশাদের লাহোরে

যে কোনো ধরনের ক্রিকেটে তাকে সবশেষ দেখা গিয়েছিল সেই নভেম্বরে। এরপর থেকে নানা কারণে আর ক্রিকেটের ধারেকাছেও ছিলেন না সাকিব আল হাসান। তা শেষে অবশেষে মাঠে নামার সুযোগ এল তার সামনে। পাকিস্তান সুপার লিগে ডাক পেয়েছেন তিনি। রিশাদ হোসেনের দল লাহোর কালান্দার্স তাকে ডেকেছে দলে।শেষ কিছু দিনে সাকিব অনুশীলন করছিলেন দুবাইয়ে। তখনই আভাস মিলছিল, সাকিব বুঝি আবারও ক্রিকেটে ফিরে আসছেন। তবে সেটা কোথায়, তা নিয়ে ধোঁয়াশা ছিল। সে প্রশ্নের উত্তর মিলল এবার।

সাকিব ডাক পেয়েছেন পিএসএলে। পাকিস্তান সুপার লিগে এর আগেও খেলেছেন সাকিব। করাচি কিংস আর পেশোয়ার জালমির হয়ে খেলেছেন তিনি। ১৪ ম্যাচে তিনি করেছেন ১৮১ রান, তুলে নিয়েছেন ৮টি উইকেটও।পিএসএলের শেষ দিকে এসে শাহিন আফ্রিদির দল লাহোর কালান্দার্স তাকে দলে ভেড়াতে তার সঙ্গে যোগাযোগ করে। সাকিবেরও তাতে আপত্তি ছিল না। সে কারণেই ব্যাটে বলে মিলে গেল।

তবে সাকিব এই লিগে খেলতে হলেও বিসিবির অনুমতি লাগবে। বিসিবির কাছ থেকে আগে পেতে হবে অনাপত্তিপত্র, এরপরই লাহোর আনুষ্ঠানিক ঘোষণাটা দেবে। সাকিব এই অনাপত্তিপত্রের জন্য কোনো আবেদনই করেননি এখনো। গত ৮ মে ভারত-পাকিস্তানের উত্তেজনার মাঝেই পিএসএল স্থগিত করা হয়। স্টেডিয়ামের খুব কাছে ড্রোন হামলার ফলে পিএসএল যায় থেমে। তবে সম্প্রতি দুই দেশ যুদ্ধবিরতির ক্ষেত্রে সম্মত হয়েছে। যার ফলে আগামী শনিবার থেকে পাকিস্তান সুপার লিগের বাকি অংশ শুরু করার সিদ্ধান্ত নেয় পিসিবি।

তবে বিদেশি ক্রিকেটারদের আস্থা পাকিস্তান হারিয়ে বসেছে রীতিমতো। একাধিক ক্রিকেটার বলে দিয়েছেন, আর কক্ষনো পাকিস্তানে যাবেন না তিনি। সে কারণ তো আছেই, আরও অনেক কারণে অনেক বিদেশি ক্রিকেটারকে হারিয়েছে পিএসএল। পরিবর্তন আনতে না পারলে ফাঁকা বুলি দিয়ে লাভ কী, বললেন সাকিবসে কারণে এখন বিকল্প ক্রিকেটারদের দিয়ে ক্ষতি পুষিয়ে নিতে হচ্ছে দলগুলোকে। সে কারণে সাকিবও দল পেয়ে গেলেন এবার।সাকিব বিসিবির অনাপত্তিপত্র পেলে আগামী শনিবার লাহোরের জার্সি পরে মাঠে নামতে পারেন। সেদিনই বিরতি শেষে মাঠে গড়াবে পিএসএল। লিগ পর্ব ও প্লে অফসহ আরও ৮টি ম্যাচ বাকি পিএসএলে।

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *