
অনির্দিষ্টকালের জন্য ছুটিতে গেছেন ঢাকায় নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার সৈয়দ আহমেদ মারুফ। পররাষ্ট্র মন্ত্রণালয়ের নথি বলছে, ১১ মে থেকে ছুটিতে গেছেন সৈয়দ আহমেদ মারুফ। বাংলাদেশের বাইরে রয়েছেন তিনি। ওই সময়ে ভারপ্রাপ্ত হাইকমিশনার হিসেবে দায়িত্ব পালন করবেন ঢাকায় নিযুক্ত পাকিস্তানের উপ-হাইকমিশনার মুহাম্মদ আসিফ। তবে কী কারণে তিনি ছুটিতে গেছেন সে বিষয়ে তাৎক্ষণিক কিছু জানা যায়নি। তার ঢাকা ছাড়ার বিষয়ে নানা রকম গুঞ্জন রয়েছে। জানা গেছে তাকে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের এক নারী কর্মকর্তার সাথে সম্পর্কে জড়িয়ে এবং অর্থনৈতিক ক্যালেঙ্কারিতে জড়ানোর অভিযোগ শোনা যাচ্ছে। এই সময়েই তার অনর্দিষ্টকালের ছুটি অভিযোগের আগুনে ঘি ঢেলেছে।
২০২৩ সালের ৭ই ডিসেম্বর প্রেসিডেন্টের কাছে পরিচয়পত্র পেশের মধ্য দিয়ে ঢাকা মিশন শুরু করেন তিনি।