Home / রাজনীতি / গভীর রাতে ঢাকায় এনসিপি ও ইনকিলাব মঞ্চের মধ্যে সংঘর্ষ

গভীর রাতে ঢাকায় এনসিপি ও ইনকিলাব মঞ্চের মধ্যে সংঘর্ষ

মধ‍্যরাতে শাহবাগে জুলাই আআন্দোলনকারীদের দু’পক্ষে সংঘর্ষ, ইনকিলাব মঞ্চের শরিফ ওসমান হাদিআহত হয়েছেন। শহর যখন গভীর ঘুমে ব‍্যস্ত- তখন শাহবাগে সংঘর্ষে লিপ্ত হয়েছে আওয়ামীলীগ নিষিদ্ধের আন্দোলনকারীরা। এতে এনসিপি নেতাদের সাথে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির কথাকাটাকাটি হয়। এক পর্যায়ে ত আসংঘর্ষে রূপ নেয়।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সহ-সমন্বয়কদের নিয়ে ‘ইনকিলাব মঞ্চ’ গঠন করা হয়েছিল। প্রথমদিন থেকে ফেসবুকে ঘোষনা দিয়ে রাজধানী ঢাকা সহ সারাদেশের বিভিন্ন স্থাপনা, প্রতিষ্ঠান, ব‍্যক্তিবর্গের উপর ‘মব সন্ত্রাস’ লুটতরাজ চালিয়ে আসছিল সংগঠনটি। শাহবাগ মোড়ে এনসিপি নেতারা একপ্রকার গণধোলাই দিয়েছে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি’কে। ঘটনা চলাকালীন সময়ে এক নারী সন্ত্রাসী ফেসবুক লাইভ থেকে বিষয়টি নিশ্চিত করেন।

যেখানে ইনকিলাব মঞ্চের নারীটির দাবী- এনসিপি নেতারা ইনকিলাব মঞ্চের হাদিকে মেরেছে। হামলাকারীদের হাসনাত পাঠিয়েছে। যদিও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি পরে ফেসবুকে লিখেছেন- ‘তেমন কিছু না, ছোট ভাইদের মধ্যে বাগবিতন্ডা হচ্ছিলো।’

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *