Home / ব্রেকিং নিউজ / জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে পদত্যাগ করেছেন মীর স্নিগ্ধ

জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে পদত্যাগ করেছেন মীর স্নিগ্ধ

জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) পদ থেকে পদত্যাগ করেছেন মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ। বৃহস্পতিবার স্লিগ্ধ নিজেই সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন। ফাউন্ডেশনের নতুন সিইও হিসেবে নিয়োগ পেয়েছেন অবসরপ্রাপ্ত লে. কর্নেল কামাল আকবর। সিইও হিসেব না থাকলেও ফাউন্ডেশনের গভর্নিং বডির সদস্য হিসেবে থাকছেন স্নিগ্ধ।

তিনি জুলাই অভ্যুত্থানে শহিদ মীর মুগ্ধের জমজ ভাই।জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে সারজিসকে সম্পাদক, স্নিগ্ধকে সিইও নিয়োগজুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে সারজিসকে সম্পাদক, স্নিগ্ধকে সিইও নিয়োগসিগ্ধ জানিয়েছেন, উচ্চশিক্ষার চাপের কারণেই তিনি এই পদ থেকে সরে দাঁড়িয়েছেন।

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে সভাপতি এবং মীর মাহবুবুর রহমান স্নিগ্ধকে সম্পাদক করে গত বছর সাত সদস্যের জুলাই শহিদ স্মৃতি ফাউন্ডেশন গঠন করা হয়। ওই বছরের অক্টোবরে স্নিগ্ধকে ফাউন্ডেশনের সিইও এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সারজিস আলমকে সাধারণ সম্পাদক করা হয়।

এ বছরের ২২ সেপ্টেম্বর ফাউন্ডেশন থেকে পদত্যাগ করেন সারজিস।

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *