Home / অন্যান্য / জাতীয় / রূপগঞ্জে আশ্রয়ণ প্রকল্পের ২০ ঘর ভাঙচুরের পর এবার গুঁড়িয়ে দিল দুর্বৃত্তরা

রূপগঞ্জে আশ্রয়ণ প্রকল্পের ২০ ঘর ভাঙচুরের পর এবার গুঁড়িয়ে দিল দুর্বৃত্তরা

নারায়ণগঞ্জের রূপগঞ্জে সরকারি আশ্রয়ণ প্রকল্পের ২০টি ঘর ভাঙচুরের পর এবার বুল ড্রোজার দিয়ে গুড়িয়ে দিল দুর্বৃত্তরা। গত সোমবার রাতে উপজেলার মুড়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে মঙ্গলবার বিকেলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তরিকুল ইসলাম ও রূপগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

সহকারী কমিশনার তরিকুল ইসলাম জানান, গত ১৩ ফেব্রুয়ারি গভীর রাতে একদল দুর্বৃত্ত মুড়াপাড়া ইউনিয়নের দড়িকান্দি এলাকায় সরকারি আশ্রয়ণ প্রকল্পে অতর্কিত হামলা চালিয়ে প্রকল্পের ঘরে বসবাসরত পরিবারগুলোর লোকজনকে ভয়ভীতি দেখিয়ে সেখান থেকে তাড়িয়ে দেয়। একপর্যায় দুর্বৃত্তরা ২০টি ঘর ভাঙচুর করে দরজা, জানালাসহ ভেতরে থাকা বিভিন্ন সামগ্রী লুট করে নিয়ে যায়। এ ঘটনায় মুড়াপাড়া ইউনিয়ন ভূমি কর্মকর্তা বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে রূপগঞ্জ থানায় মামলা দায়ের করে। বর্তমানে মামলা তদন্তাধীন।

এদিকে গত সোমবার রাতে বুল ড্রোজার দিয়ে ২০টি ঘর পুরোপুরি গুড়িয়ে দেয় দুর্বৃত্তরা। এমনকি সরিয়ে ফেলা হয়েছে ঘর নির্মাণের ইট। খবর পেয়ে উপজেলা সহকারী কমিশনার তরিকুল ইসলাম, রূপগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।এ বিষয়ে সকারী কমিশনার তরিকুল ইসলাম বলেন, ঘরগুলো গুড়িয়ে দেওয়ার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। জেলা প্রশাসক, প্রধান উপদেষ্টা কার্যালয়ে কথা বলেছি। বিষয়টি তদন্ত চলছে।

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *