
রাজধানীর ধানমন্ডি এলাকায় বাংলাদেশ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠন ছাত্রলীগ আজ বিকেলে এক বিশাল মিছিল করেছে। মিছিলটি ধানমন্ডি ২৭ নম্বর মিরপুর রোডের মাথা থেকে শুরু হয়ে বেঙ্গল বই পর্যন্ত বিস্তৃত হয়। প্রায় এক কিলোমিটার দীর্ঘ এ মিছিলে শত শত নেতাকর্মী অংশগ্রহণ করেন।
মিছিলে অংশগ্রহণকারীরা ঢাকার রাজপথ কার্যত দখলে নেন এবং দলীয় স্লোগানে মুখরিত করে তোলেন গোটা এলাকা। গত বছরের ৫ই আগষ্টের পর এটিই আওয়ামীলীগের সবচেয়ে বড় মিছিল ছিল রাজধানী ঢাকায়।
এসময় আওয়ামীলীগ ও ছাত্রলীগ নেতা কর্মীদের পাশাপাশি সাধারণ মানুষও মিছিলের প্রতি সমর্থন জানায়। অনেকেই করতালি দিয়ে স্বাগত জানান, আবার কেউ কেউ সরাসরি মিছিলে এসে যোগ দেন।