Home / রাজনীতি / বঙ্গবীর কাদের সিদ্দিকী মহোদয় এর উপস্থিতিতে কাদেরীয়া বাহিনীর আয়োজনে মুক্তিযোদ্ধাদের মহাসমাবেশ অনুষ্ঠিত

বঙ্গবীর কাদের সিদ্দিকী মহোদয় এর উপস্থিতিতে কাদেরীয়া বাহিনীর আয়োজনে মুক্তিযোদ্ধাদের মহাসমাবেশ অনুষ্ঠিত

আজ ৩০/৮/২০২৫ ইং ভুয়াপুর পাইলট হাইস্কুল মাঠে বঙ্গবীর কাদের সিদ্দিকী মহোদয় এর উপস্থিতিতে কাদেরীয়া বাহিনীর আয়োজনে মুক্তিযোদ্ধার মহাসমাবেশ চলছে।

দেশে মুরব্বি ও মুক্তিযোদ্ধাদের প্রতি অবমাননা এবং রাজনৈতিক দলাদলির তীব্র সমালোচনা করেছেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী। তিনি বলেছেন, দেশে এখন ভালো মানুষের অভাব দেখা দিয়েছে এবং মুরব্বি বা মুক্তিযোদ্ধাদের কোনো মর্যাদা নেই। শনিবার টাঙ্গাইলের ভূঞাপুরে কাদেরিয়া বাহিনী আয়োজিত মুক্তিযোদ্ধাদের এক মহাসমাবেশে স্বাগত বক্তব্যে তিনি এসব কথা বলেন।

দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে ক্ষোভ প্রকাশ করে কাদের সিদ্দিকী বলেন, ‘দেশ দলাদলিতে ভরে গেছে, দেশে ভালো মানুষ নেই।’

সম্প্রতি তার বড় ভাই লতিফ সিদ্দিকীকে অসম্মান করার একটি ঘটনার উল্লেখ করে তিনি বলেন, ‘এই দেশে এখন মুরব্বিদেরও মর্যাদা নেই, মুক্তিযোদ্ধাদেরও মর্যাদা নেই।’তিনি জানান, ব্যক্তিগতভাবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পর তার বড় ভাই লতিফ সিদ্দিকীকেই তিনি নেতা হিসেবে মানেন।

নিজের সততার ওপর জোর দিয়ে কাদের সিদ্দিকী বলেন, ‘আজকে আমাকে খুন করা সহজ হবে, কিন্তু আমাকে দিয়ে মিথ্যা বলানো সহজ হবে না।’রাজনৈতিক বিভেদ নির্বিশেষে সব নেতাকেই অবমাননা করা হচ্ছে উল্লেখ করে তিনি প্রশ্ন তোলেন, ‘বঙ্গবন্ধুর মাথার ওপর প্রস্রাব করেছে, আমার ওপর করে নাই? করেছে। মুক্তিযোদ্ধা হলে জিয়াউর রহমানের ওপর করে নাই? এইটা চলতে দেওয়া যায় না।’

বক্তব্যের শেষে তিনি দেশের এই সংকটময় মুহূর্তে জাতির বৃহত্তর স্বার্থে সব মুক্তিযোদ্ধাকে ভেদাভেদ ভুলে একত্রিত হওয়ার আহ্বান জানান।

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *