
ফটিকছড়িতে জামাতের আয়োজনে বিতর্কিত অনুষ্ঠান, ক্ষুব্ধ অংশগ্রহণকারীদের বিক্ষোভ
চট্রগ্রাম, ফটিকছড়ি উপজেলার কঞ্চন নগর ইউনিয়নে আজ ১৬-০৮-২৫ ইং সকাল ১০ টায় স্থানীয় জামাতের আয়োজনে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, অত্র এলাকায় কর্মজীবী চা শ্রমিক ও হতদরিদ্র মহিলাদের শাড়ি দেওয়ার কথা বলে সকাল ১০ টায় আয়শা স্কয়ার নামক জায়গায় আসার কথা বলে। অনুষ্ঠান শেষে শাড়ি দেওয়ার কথা ছিল বলে জানা যায় অনুষ্ঠানে উপস্থিত অনেকের কাছে, কিন্তু অনুষ্ঠান শেষে বিরিয়ানি দিয়ে বিদায় দেওয়ার অনুষ্ঠানে উপস্থিত অনেকে ক্ষিপ্ত হয়ে রাস্তায় তাদের সদস্য ফরমের একটি অংশ ফেলে দেয়।
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার কঞ্চন নগর ইউনিয়নে জামাতের আয়োজনে আয়শা স্কয়ার এলাকায় আয়োজিত এক অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের মধ্যে ক্ষোভের সঞ্চার হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার (১৬ আগস্ট) সকাল ১০টায় জামাতের উদ্যোগে কর্মজীবী চা শ্রমিক ও হতদরিদ্র নারীদের শাড়ি বিতরণের ঘোষণা দিয়ে উপস্থিত হওয়ার আহ্বান জানানো হয়। এ কারণে অনেকে সকাল থেকে সেখানে জড়ো হন।
তবে অভিযোগ উঠেছে, অনুষ্ঠানে শাড়ি দেওয়ার পরিবর্তে শেষে কেবল বিরিয়ানি খাওয়ানোর মধ্য দিয়েই অংশগ্রহণকারীদের বিদায় দেওয়া হয়। এতে হতাশ হয়ে অনেক নারী ক্ষোভ প্রকাশ করেন। অনুষ্ঠানে উপস্থিত কয়েকজন অভিযোগ করেন, শাড়ি দেওয়ার আশ্বাসে ডাকা হলেও প্রতিশ্রুতি পূরণ না করে শুধু খাবার দিয়ে বিদায় দেওয়ায় তারা প্রতারিত মনে করছেন।
ঘটনার পর ক্ষুব্ধ হয়ে অংশগ্রহণকারীদের কেউ কেউ জামাতের দেওয়া সদস্য ফরমের অংশ রাস্তায় ফেলে দেন। এ ঘটনায় এলাকায় মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে।স্থানীয়ভাবে বিষয়টি নিয়ে সমালোচনা চলছে। অনেকের অভিযোগ, মানবিক সহায়তার নামে রাজনৈতিক স্বার্থসিদ্ধির চেষ্টা করা হয়েছে।