
মাওলানা শহীদ রঈস উদ্দিনের মমতাময়ী আম্মাজানের সুস্থতা কামনায় কুমিল্লা মহানগরের দাওয়াতে ঈমানী যুব কাফেলার উদ্যোগে এক মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মাহফিলটি অনুষ্ঠিত হয় শুক্রবার বিকেলে কুমিল্লা নগরীর একটি মিলনায়তনে। অনুষ্ঠানে কুরআন তিলাওয়াত ও নাতে রাসুল ﷺ পরিবেশনের মাধ্যমে কার্যক্রম শুরু হয়। মিলাদ শেষে অসুস্থ আম্মাজানের দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় বিশেষ মুনাজাত পরিচালনা করেন দেশের প্রখ্যাত ইসলামী বক্তা ও আলেমে দ্বীন মুফতি গিয়াসউদ্দিন তাহেরী।
এসময় মুফতি গিয়াসউদ্দিন তাহেরী বলেন, “একশ্রেণির লোক চেয়ারের জন্য ধর্মের কথা না বলে, ধর্মকে ব্যবহার করে রাজনীতি করছে। সুন্নীরা চেয়ারের জন্য জন্য রাজনীতি করে না,আহলে সুন্নাত ওয়াল জামাত যদি এদেশের ক্ষমতায় যায় তাহলে দেশের প্রত্যেকটি মানুষ শান্তিতে থাকবে।”
এসময় বক্তারা ইসলামে মায়ের মর্যাদা, সন্তানের কর্তব্য এবং দোয়ার গুরুত্ব নিয়ে সংক্ষিপ্ত বয়ান প্রদান করেন। তারা বলেন, “মায়ের দোয়া সন্তানের জন্য দুনিয়া ও আখিরাতে সফলতার দরজা খুলে দেয়। অসুস্থ অবস্থায় মায়ের জন্য দোয়া করা সন্তানের দায়িত্ব ও কর্তব্য।”
মাহফিলে দাওয়াতে ঈমানী যুব কাফেলা – কুমিল্লা মহানগরের নেতৃবৃন্দ, স্থানীয় ওলামা-মাশায়েখ, সমাজের গণ্যমান্য ব্যক্তি এবং অসংখ্য মুসল্লি উপস্থিত ছিলেন।