Home / অন্যান্য / জাতীয় / চট্টগ্রাম / হাটহাজারী / হাটহাজারীর মেখল ইউনিয়নে আবারও ফিরে এসেছে মাদক ও চাঁদাবাজির পুরনো রুপ – নেতৃত্ব দিচ্ছে কুখ্যাত মাদক কারবারি ফয়সাল

হাটহাজারীর মেখল ইউনিয়নে আবারও ফিরে এসেছে মাদক ও চাঁদাবাজির পুরনো রুপ – নেতৃত্ব দিচ্ছে কুখ্যাত মাদক কারবারি ফয়সাল

মেখল, হাটহাজারী-চট্টগ্রাম

চট্টগ্রামের হাটহাজারী উপজেলাস্থ মেখল ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে আবারো আলোচনায় উঠে এসেছে এক সময়ের কুখ্যাত মাদক কারবারি মোহাম্মদ ফয়সাল, পিতা – মোঃ লোকমান সওদাগর, বাড়ি – মুন্সি মিয়া মাস্টার বাড়ি, পূর্ব মেখল।স্থানীয়দের অভিযোগ, ফয়সাল ২০১৫-১৬ সালের দিকে এলাকায় চোলাই মদ ও ইয়াবা ব্যবসার সঙ্গে সরাসরি জড়িত ছিলেন।

অভিযোগ রয়েছে, তিনি মেখল ৫ নং ওয়ার্ডের একটি পরিত্যক্ত মেডিকেল ভবন ব্যবহার করে সেখানে পতিতা এনে দেহ ব্যবসা পরিচালনা করতেন।এলাকাবাসীর দাবি, সে সময় এলাকায় যত গাছ, মুরগি ও অন্যান্য মালবাহী গাড়ি ডাকাতি হতো, তার মূল হোতা ছিল এই ফয়সাল। পরিস্থিতি ভয়াবহ হয়ে উঠলে স্থানীয়দের প্রতিরোধ এবং হাটহাজারী থানার মাদকবিরোধী অভিযানের মুখে পড়ে সে বিদেশে, কাতারে পালিয়ে যায়।

২০২২ সালে কাতার থেকে দেশে ফিরে ফয়সাল কাজীর খীল এলাকায় শ্বশুরবাড়ি করেন এবং সেখান থেকেই বিয়ে করেন। এতে কিছুদিন সে আড়ালে থাকলেও, বর্তমানে এলাকাবাসীর অভিযোগ, সে আবারও পুরনো চক্র সক্রিয় করছে।

দাবি রয়েছে, সে পুনরায় সেই পরিত্যক্ত মেডিকেল ভবনে নারী এনে রাত কাটায়, মদ্যপান করে এবং স্থানীয় যুব সমাজকে বিপথে ঠেলে দিচ্ছে। নাম প্রকাশে অনিচ্ছুক একজন স্থানীয় ব্যাক্তি বলেন, “নাম কিছুটা বদলালেও অপরাধী চরিত্র বদলায়নি। ফয়সাল বর্তমানে আবার মাদক ব্যবসা, চাঁদাবাজি ও সমাজবিরোধী কর্মকাণ্ডে সক্রিয় হয়ে উঠেছে।”

এলাকাবাসী প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলছেন, এই সাবেক ছাত্রদলের সন্ত্রাসীর বিরুদ্ধে অবিলম্বে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা না হলে, মেখল ৫ নং ওয়ার্ডে সন্ত্রাস ও মাদকের রাজত্ব ফিরে আসবে।

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *