Home / অন্যান্য / জাতীয় / ৩ হাজারের বেশি কবর খোঁড়ার সঙ্গী,মনু মিয়ার ঘোড়াও খুনের স্বীকার হলো বাংলাদেশে

৩ হাজারের বেশি কবর খোঁড়ার সঙ্গী,মনু মিয়ার ঘোড়াও খুনের স্বীকার হলো বাংলাদেশে

কিশোরগঞ্জ জেলার ইটনা উপজেলার জয়সিদ্ধি ইউনিয়নের আলগাপাড়া গ্রামের বাসিন্দা মনু মিয়া। তিন হাজারের বেশি কবর খুঁড়েছেন এ বৃদ্ধ। মানুষের মৃত্যুর খবরে ছুটে যেতেন। বিনা পারিশ্রমিকে খুঁড়তেন কবর। খবর খোঁড়ার এ যাত্রায় তার সঙ্গী ছিল একটি ঘোড়া। সেই ঘোড়াটিকে মেরে ফেলেছে দুর্বৃত্তরা।

গত শুক্রবার সকালে কিশোরগঞ্জের মিঠামইনের কাটখাল ইউনিয়নের হাসিমপুর এলাকার রাস্তার পাশে খাদে রক্তাক্ত অবস্থায় পড়েছিল ঘোড়াটির নিথর দেহ। ঘোড়াটি যে মনু মিয়ার তা বুঝতে সময় লাগেনি স্থানীয়দের। ঘোড়ার মৃত্যুর খবরে দলে দলে বিভিন্ন বয়স ও শ্রেণি-পেশার মানুষ এক নজর দেখতে আসেন ঘোড়াটিকে।প্রাণীটির মৃত্যুর খবরে শোকের ছায়া নেমে আসে এলাকাজুড়ে। আফসোস ও আক্ষেপের পাশাপাশি ঘোড়াটির হত্যাকারীদের শনাক্ত এবং শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয়রা।

জানা গেছে, প্রায় ৪৯ বছর ধরে বিনা পারিশ্রমিকে কবর খননের কাজ করছেন ৬৭ বছর বয়সি মনু মিয়া। জেলাসহ আশপাশের এলাকায়ও তিনি শেষ ঠিকানার কারিগর হিসেবে পরিচিত। ১০ বছর আগে বাজারের দোকান বিক্রি করে একটি ঘোড়া কেনেন মনু মিয়া। যার পিঠে চড়ে ছুটে যেতেন কবর খুঁড়তে, বিদায় জানাতেন মানুষকে। এ পর্যন্ত তিনি তিন হাজারেরও বেশি কবর খনন করেছেন বিনা পারিশ্রমিকে।নানান রোগব্যাধি ও বার্ধক্যজনিত কারণে কাবু হয়ে রাজধানীর বাংলাদেশ মেডিকেলে চিকিৎসাধীন রয়েছেন মনু মিয়া। এমন পরিস্থিতিতে তার সঙ্গী হয়েছেন সহধর্মিণী। প্রায় এক সপ্তাহ ধরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় আছেন এ গোরখোদক। এ সুযোগ কাজে লাগিয়ে বৃহস্পতিবার রাতের কোনো এক সময় ঘোড়াটিকে পার্শ্ববর্তী মিঠামইন উপজেলার কাটখাল ইউনিয়নের হাসিমপুর এলাকায় নিয়ে ধারালো অস্ত্র দিয়ে পেট কেটে রাস্তার পাশের খাদে ফেলে রাখে দুর্বৃত্তরা।

কিন্তু, শারীরিক দিক বিবেচনায় এখনও মনু মিয়াকে তার ঘোড়াটিকে মেরে ফেলার কথা জানানো হয়নি।দুই ভাই ও তিন বোনের সংসারে মনু মিয়া তৃতীয়। কবর খোঁড়ার কাজে বাহন হিসেবে এ পর্যন্ত তিনি ১৪টি ঘোড়া কিনেছেন। আর এ জন্য বিক্রি করতে হয়েছে তার পৈত্রিক সূত্রে প্রাপ্ত সম্পত্তি। পৈত্রিক অন্য সম্পত্তি বন্ধক দিয়েই চলছিল নিঃসন্তান মনু মিয়ার।এ বিষয়ে কথা হলে ইটনা থানার ওসি মো. জাফর ইকবাল বলেন, ‘শনিবার সকাল পর্যন্ত ঘোড়া হত্যায় কেউ অভিযোগ নিয়ে আসেননি। অভিযোগ পেলে দ্রুততম সময়ের মধ্যে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *