
রাজধানী ঢাকার পুরানা পল্টন,উত্তরা,মতিঝিলসহ বেশ কিছু গুরুত্ত্বপূর্ণ জায়গায় মিছিল ও অবস্থান নিয়েছে আওয়ামীলীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। এসময় অসংখ্য নেতাকর্মীদের মিছিলে অংশ নিতে দেখা যায়। খন্ড খন্ড মিছিল নিয়ে এসে ঢাকার বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কার্যালয় দখলে নিয়েছে তারা।
এসময় তারা আওয়ামী লীগের কার্যালয়ে লাগানো বৈষম্যবিরোধী আন্দোলন ও অন্যান্য দলের ব্যানার ফেস্টুন খুলে ফেলে।আওয়ামীলীগ নেতাকর্মীরা দাবি করেন শুধু আজ বিকালে ঢাকায় মোট ৩৯টি মিছিল করেছে তারা।
বেশ কিছুক্ষণ কার্যালয়ে অবস্থান শেষে তারা কর্মসূচি শেষ করে চলে যান।
