
মৎস ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের একজন অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক নাম: মোহাম্মদ নাজমুল হুদাকে সার্জিস আলমের পোস্টে কমেন্ট করায় বরখাস্ত করা হয়েছে। তিনি গত ১৯ ফেব্রুয়ারি জুলাই আন্দোলনের নেতা সার্জিস আলমের পোস্টে একটি কমেমট করেন। সেই কমেন্টে তিনি লিখেন, ‘আপনারা স্বৈরাচারী সরকারের দোসরদের সচিব বানানোর জন্য ডিও দেন,আবার বড় বড় কথা বলেন ভাইয়া’
এই কমেন্ট করার ২৪দিন পর ১৩ই মার্চ তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়।
