Home / রাজনীতি / নিষিদ্ধ জ-ঙগি সংগঠন হিজবুত তাহরিরের সদস্য ঢাকা উত্তরের প্রশাসক এজাজ

নিষিদ্ধ জ-ঙগি সংগঠন হিজবুত তাহরিরের সদস্য ঢাকা উত্তরের প্রশাসক এজাজ

ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজকে নিয়ে বিস্ফোরক তথ্য প্রকাশ পেয়েছে।

অভিযোগ উঠেছে, মোহাম্মদ এজাজ নিষিদ্ধ ঘোষিত হিযবুত তাহরীরের শীর্ষ নেতাদের একজন। ২০০২ সাল থেকে হিজবুত তাহরীরের সঙ্গে জড়িত হন। এ সংগঠনের কাজ করতে গিয়ে দু’বার গ্রেপ্তারও হন তিনি। তবে এজাজ এসব অভিযোগ অস্বীকার করেছেন।

শুক্রবার (১৬ মে) সাংবাদিক জুলকারনাইন সায়ের খান তার ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে মোহাম্মদ এজাজ সম্পর্কে একটি পোস্ট করেন।

তিনি স্ট্যাটাসে লিখেছেন, ‘বর্তমান অন্তর্বর্তী সরকারের অভ্যন্তরে যেন আরেকটি ছায়া সরকার পরিচালিত হচ্ছে, যার অগ্রভাগে রয়েছে অন্তত ৬ জন ব্যক্তি, বেশ সুকৌশলে তারা সরকারের ভেতর প্রবেশ করেছেন। যে-সব উপদেষ্টা বা গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নামে আপনারা হরহামেশাই মুখরোচক গল্প শুনে অভ্যস্ত তারা কেউই এসবের সাথে সংশ্লিষ্ট নেই। বরং আপনাদের কাছে ওইসব ছাইপাঁশ গল্প প্রচারই করা হয় সংশ্লিষ্টতা নেই এমন সব ব্যক্তিদের সামনে এনে বিতর্কিত করে আপনাদের ব্যস্ত রাখার জন্যে। উদ্দেশ‍্য ১৪ জনের বিশেষ দলটি বা ছোটন গ‍্যাং যেন নিভৃতে তাদের কুৎসিত উদ্দেশ‍্য সফল করতে পারে।’

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *