Home / রাজনীতি / ‘এনসিপি কালাজ্বরে ভুগছে আর জামায়াতের কোলে বসে শুরা পান করছে’

‘এনসিপি কালাজ্বরে ভুগছে আর জামায়াতের কোলে বসে শুরা পান করছে’

এনসিপি কালাজ্বরে ভুগছে আর জামায়াতের কোলে বসে শুরা পান করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সরকারের সাবেক নৌপরিবহণ মন্ত্রী শাজাহান খান।

বুধবার বৈষম্যবিরোধী আন্দোলনে রাজধানীর যাত্রাবাড়ী থানার মামলায় গ্রেফতার দেখানো শেষে হাজতখানার দিকে নিয়ে যাওয়ার সময় এ মন্তব্য করেন তিনি। এ সময় জাহান খান বলেন, এনসিপি আতুরঘরে কালাজ্বরে ভুগছে আর জামায়াত ইসলামের কোলে বসে শুরা (মদ/শরবত) পান করছে। ইউনূস জামায়াতের সঙ্গে আঁতাত প্রেম করে, অবৈধ প্রেম করে টিকে আছে। এই প্রেম বেশি দিন টিকবে না।

তিনি বলেন, আওয়ামী লীগ ফিনিক্স পাখির মতো আবার জীবন্ত হবে। আমরা নির্বাচনের জন্য প্রস্তুত ইনশাআল্লাহ। সুযোগ পেলে নির্বাচন করব। তখন এক সাংবাদিক প্রশ্ন করেন তাহলে জুলাই আগস্টের বিষয়ে কী হবে? উত্তরে শাজাহান খান বলেন, জুলাই-আগস্টের ঘটনার জন্য যদি জবাবদিহিতা করতে হয় করব। অনুশোচনা প্রকাশ করতে হলে করবো।

সাংবাদিকদের উদ্দেশ্য করে তিনি বলেন, আগে সাংবাদিকদের স্বাধীনতা অর্জন করতে হবে। তোমরা লিখতেও পারোনা, দেখাতেও পারো না। এরপর ধীরে ধীরে তাকে হাজতখানার মধ্যে প্রবেশ করানো হয়। উল্লেখ্য, গত ৬ সেপ্টেম্বর রাতে রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে শাজাহান খানকে গ্রেফতার করা হয়। এরপর দফায় দফায় রিমান্ডে নেওয়া হয় তাকে। বর্তমানে তিনি কারাগারে আটক আছেন।

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *