Home / রাজনীতি / বাংলাদেশ ঔপনিবেশিক শাসনে পরিণত হয়েছে :মির্জা আব্বাস

বাংলাদেশ ঔপনিবেশিক শাসনে পরিণত হয়েছে :মির্জা আব্বাস

বাংলাদেশে এক ধরনের ঔপনিবেশিক শাসনে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। সোমবার (১২ মে) জাতীয় প্রেস ক্লাবে সাবেক সংসদ সদস্য নাসির উদ্দিন পিন্টুর স্মরণে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।

মির্জা আব্বাস বলেন, “বর্তমান সরকারে অনেক উপদেষ্টা রয়েছেন যারা বাংলাদেশের নাগরিক নন, তারাই দেশ পরিচালনা করছেন। এই দিকে থেকে নজর সরিয়ে নেওয়ার চেষ্টা চলছে। আমরা কি ঔপনিবেশিক শাসনে আছি? আমরা দেশের মানুষের শাসনে নাই। আমরা ঔপনিবেশিক শাসনে রয়েছি।”

দেশের সার্বিক অবস্থা ভালো নেই দাবি করে তিনি বলেন, “আমরা কি পরাধীন রাষ্ট্রে বসবাস করি? আমি কেন সেন্টমার্টিন, সাজেক, বাঘাইছড়ি যেতে পারব না? এই দেশটাকে যুদ্ধ করে স্বাধীন করেছি কারও কাছে বিক্রি করে দেওয়ার জন্য না। দেশ ভালো অবস্থানে নেই। আবার আমরা শুনতে পাচ্ছি মানবিক করিডর দেওয়া হবে। কেন কার স্বার্থের জন্য করিডোর?”

তিনি বলেন, “বিশ্বের কোনো ডিকশনারিতে মানবিক করিডর নামে কোনো শব্দ নাই। সরকারকে কি নতুন শব্দ আমদানি করে নাকি? বাংলাদেশের জনগণ ও জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধিরা ঠিক করবে মানবিক করিডর দেবে কি না।” তিনি আরও বলেন, “দেশে সন্দেহভাজন বিদেশিদের আগমন বেড়েছে। বিভিন্ন মিশন চালু হচ্ছে। সকল অপকর্ম ইচ্ছাকৃতভাবে করছে সরকার। সরকার কারও উদ্দেশ্য বাস্তবায়ন করছে, এটি দেশপ্রেমিক সরকার নয়।” রোহিঙ্গা প্রত্যাবাসন ইস্যুতে বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য বলেন, “একমাত্র রাষ্ট্রপ্রধান জিয়াউর রহমান যিনি মিয়ানমারকে বাধ্য করেছিলেন রোহিঙ্গা প্রত্যাহার করতে। বিদেশি শক্তির হাত থেকে একমাত্র বিএনপিই পারে বাংলাদেশকে রক্ষা করতে।”

আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শাহবাগে নাটক চলছিল মন্তব্য করে তিনি বলেন, “বিগত কয়েক দিন নাটক চলছিল শাহবাগে। যেসব এলাকায় সভা-সমাবেশ করা নিষিদ্ধ সেসব এলাকায় সরকারি দল এনসিপি কীভাবে আন্দোলন করে? আর কিসের জন্য আন্দোলন করে?”

বিগত ১৫ বছর আওয়ামী লীগের দ্বারা বিএনপি সব থেকে বেশি নির্যাতিত হয়েছে উল্লেখ করে বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, “বিভিন্নভাবে বিএনপির পিছে লেগেছে নিন্দুকেরা। তারা বলছে বিএনপি নাকি আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করছে। বিএনপির ঠ্যাকা পড়ছে আওয়ামী লীগকে পুনর্বাসন করার। বিগত ১৫ বছর যাদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে গেছি, পরিবার থেকে বিচ্ছিন্ন হতে হয়েছে, বয়স বেড়ে গেছে যাদের অত্যাচারে, তাদের কোন দুঃখে পুনর্বাসন করব আমরা।”

নাসির উদ্দিন পিন্টু স্মৃতি সংসদের আয়োজনে আয়োজিত আলোচনা সভায় বিএনপির কেন্দ্রীয় নেতা রুহুল কুদ্দুস তালুকদার দুলু, ওলামা দলের মাওলানা শাহ মো: নেছারুল হক প্রমুখ বক্তব্য রাখেন।

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *