Home / রাজনীতি / চট্টগ্রাম / চট্টগ্রামে জামায়াতের প্রতিবাদ সভায় হামলা, আহত ১২

চট্টগ্রামে জামায়াতের প্রতিবাদ সভায় হামলা, আহত ১২

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় জামায়াতের ডাকা প্রতিবাদ সভায় অতর্কিত হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। এ হামলায় ১২ জন আহত হয়েছেন। শুক্রবার (৯ মে) বিকেলের দিকে উপজেলার জঙ্গল সলিমপুর এলাকায় এই ঘটনা ঘটে।

পুলিশ জানিয়েছে, জঙ্গল সলিমপুর এসএস পাইলট উচ্চ বিদ্যালয় প্রধানশিক্ষক ও জামায়াত ইসলামী নেতা শহিদুল ইসলামের ওপর হামলার প্রতিবাদে ইউনিয়ন জামায়াতের উদ্যোগে শুক্রবার বিকেলে জঙ্গল সলিমপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের সামনে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। জুমার নামাজের পর জামায়াতের নেতাকর্মীরা সমাবেশ স্থলে উপস্থিত হতে থাকে। এ সময় ২০-৩০ জনের অস্ত্রধারী সন্ত্রাসী সমাবেশ উপস্থিত হয়ে অতর্কিত গুলি ছুড়তে থাকে। এতে গুলিবিদ্ধ হন জামায়াত নেতা মোহাম্মদ আলী ও আব্দুস সালাম। এছাড়াও আহত হন সীতাকুণ্ড উপজেলা জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি কুতুব উদ্দিন শিবলীসহ অন্তত ১০ জন

সীতাকুন্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ জানান, সমাবেশে হামলা চালানোর খবর শুনেছি। তবে গোলাগুলির বিষয়ে অবগত নন বলে জানান তিনি।জঙ্গল সলিমপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. সোহেল রানা বলেন, ‘বিএনপি ও জামায়াত আলাদাভাবে প্রোগ্রাম করছিল।

এ সময় বিএনপি সমর্থিত কিছু লোক এসে সভায় অতর্কিত হামলা চালায়। এতে জামায়াতের কয়েকজন নেতাকর্মীকে অবরুদ্ধ করা হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে। আহতদের কয়েকজনকে চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।’

সীতাকুন্ড উপজেলা জামাতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি কুতুবউদ্দিন শিবলী বলেন, ‘জঙ্গল সলিমপুর এসএস পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহীদুল ইসলামকে গত বুধবার রাতে নিজ বাড়ি থেকে ডেকে নিয়ে সন্ত্রাসীরা উপর্যুপরি হামলা করে। ওই স্কুলের প্রধান শিক্ষক জামায়াতের রাজনীতির সঙ্গে জড়িত রয়েছে। এই হামলার প্রতিবাদে ইউনিয়ন জামায়াতের উদ্যোগে আজ শুক্রবার বিকেলে এক সভার আয়োজন করা হয়েছিল। ওই সভায় উপজেলা ও স্থানীয় জামায়াতের নেতাকর্মীরা সমবেত হলে সন্ত্রাসীরা হামলা চালিয়ে সভা পণ্ড করে দেয়।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *