
সরকারি নির্দেশনায় জাতীয় নিরাপত্তা ও জনশৃঙ্খলার কথা উল্লেখ করে ভারতে অন্তত আটটি বাংলাদেশি টিভি চ্যানেলের সম্প্রচার বন্ধ করে দিয়েছে ইউটিউব। চ্যানেলগুলো হলো—যমুনা টিভি, একাত্তর টিভি, বাংলাভিশন ও মোহনা টিভি,সময় টিভি,এনটিভি,চ্যানেল আই ও একুশে ইটিভি।
ভারত থেকে এই চ্যানেলগুলো দেখতে গেলে ইউটিউবে একটি বার্তা দেখা যাচ্ছে—‘জাতীয় নিরাপত্তা বা জনশৃঙ্খলার সঙ্গে সম্পর্কিত সরকারি আদেশের কারণে এই কনটেন্ট বর্তমানে এই দেশে দেখা যাচ্ছে না।’
ভারতীয় সার্ভারভিত্তিক ভিপিএন ও আইপি যাচাই করে বিষয়টি নিশ্চিত হয়েছে ট্রাইব্যুনাল বিডি নিউজ।
বাংলাদেশের ৩৮টি চ্যানেলের মধ্যে আটটি ইউটিউবে ব্লক অবস্থায় পাওয়া যায়। পরে এই লিংকগুলো দিল্লি ও কলকাতার দুই সাংবাদিককে পাঠানো হলে তাঁরাও বিষয়টি নিশ্চিত করেন।যমুনা টিভি কর্তপক্ষও নিশ্চিত করেছে, তাদের ইউটিউবের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে—ভারত সরকারের অনুরোধে চ্যানেলটি ভারতে ব্লক করা হয়েছে এবং ভবিষ্যতের আপলোডগুলোও ভারতে দেখা যাবে না।
সম্প্রতি ভারত-পাকিস্তান সীমান্তে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে। গত ২২ এপ্রিল কাশ্মীরের পেহেলগামে হামলার জেরে পাকিস্তানে ‘অপারেশন সিঁদুর’ (৬–৭ মে রাতে) নামে একটি অভিযান পরিচালনা করে ভারত। এরপর দেশটির বেশ কিছু সংবাদমাধ্যমে উগ্র জাতীয়তাবাদী কভারেজ দেখা যায়। ঠিক এমন সময়েই ভারতে সাংবাদিকতা ও সোশ্যাল মিডিয়ায় কঠোর সেন্সরশিপ শুরু হয়।