
ইউনূস সরকার ক্রমাগতভাবে আরাকান আর্মি সহ আরাকান রাজ্যে “মানবিক সহায়তাকারী” পাঠানোর জন্য জাতিসংঘের করিডোর অনুমতি প্রদানের বিষয়টি অস্বীকার করে।
কিন্তু আজ ০৯ই মে ঢাকা শহরে জাতিসংঘের ট্রাকের বড় কনভয় কনটেইনার বহন করতে দেখা যায়। এসব ট্রাক দিয়েই বিভিন্ন দেশে সামগ্রী পাঠায় জাতিসংঘ। তবে কি বাংলাদেশ দিয়ে মিয়ানমারে সহায়তা পাঠানোর কার্যক্রম ইতোমধ্যে চালু হয়ে গেলো! এমন প্রশ্নই করছে নেটিজেনরা।
বিরোধীদলগুলোর করিডর নিয়ে আপত্তি থাকলেও সরকার এ নিয়ে কোনোকিছুই বলছেনা। এসবের মধ্যেই ঢাকায় দেখা গেলো জাতিসংঘের বিশাল মালবাহী কনটেইনার কনভয়। যা করিডর চালু হয়ে যাওয়ার ইঙ্গিতই দেয়।