Home / আন্তর্জাতিক / সালাল ড্যামের পানি ছাড়ছে ভারত, পাকিস্তানে ভয়াবহ বন্যার শঙ্কা

সালাল ড্যামের পানি ছাড়ছে ভারত, পাকিস্তানে ভয়াবহ বন্যার শঙ্কা

ভারতের জম্মু ও কাশ্মীরে চেনাব নদীর ওপর নির্মিত সালাল ড্যাম থেকে হঠাৎ করে পানি ছেড়েছে ভারত। এই ঘটনায় পাকিস্তানে বিশেষ করে পাঞ্জাব প্রদেশের নিচু এলাকাগুলোতে ভয়াবহ বন্যার আশঙ্কা দেখা দিয়েছে।

ভারতের এই পানিছাড়ার বিষয়ে পাকিস্তান এখনো আনুষ্ঠানিকভাবে কোনো প্রতিবাদ জানায়নি, তবে নদীর পানি বৃদ্ধি পাওয়ায় স্থানীয় প্রশাসনকে সতর্ক থাকতে বলা হয়েছে।বিশেষজ্ঞরা বলছেন, ইনডাস ওয়াটার ট্রিটির আওতায় চেনাব নদী পাকিস্তানের অংশ, এবং ভারত এই নদীর পানি প্রবাহে হস্তক্ষেপ করতে পারবে না।

তবে পানি সঞ্চয় করে হঠাৎ করে ছেড়ে দেওয়া হলে নিচু অঞ্চলগুলো ক্ষতিগ্রস্ত হতে পারে।এদিকে, পাকিস্তানি কৃষকদের অনেকে অভিযোগ করছেন, পানি প্রবাহের তারতম্যের কারণে তাদের সেচ ব্যবস্থায়ও বিঘ্ন ঘটছে।এ বিষয়ে ভারতীয় কর্তৃপক্ষ এখনো কোনো মন্তব্য করেনি।

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *