
গভীর রাতে ভারতের স্ট্রাইক ঠেকাতে পারেনি পাকিস্তান। সেই আবহে নতুন বিপদ পাকিস্তানের সামনে। এমনটাই বলছেন সেদেশেরই প্রাক্তন প্রধানমন্ত্রী শাহিদ খাকান আব্বাসি। তাঁর দাবি, পাকিস্তানের হাত ফস্কে বেরিয়ে যাচ্ছে বালুচিস্তান। বেরিয়ে যাচ্ছে বলা ভুল হবে, বালুচিস্তানের নিয়ন্ত্রণ পাকিস্তানের হাত থেকে অনেকটাই বেরিয়ে গিয়েছে বলে জানিয়েছেন আব্বাসি। দুনিয়ার সামনে সরকারেরর বিরুদ্ধে মিথ্যে ছবি তুলে ধরার অভিযোগও আনলেন করেছেন তিনি।পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিলেন আব্বাসি।
এক সাক্ষাৎকারে বালুচিস্তানের পরিস্থিতি নিয়ে মুখ খুলেছেন তিনি। এর আগে ১০০০-১৫০০ লোকই বালুচিস্তানে অশান্তি পাকাচ্ছে বলে সম্প্রতি মন্তব্য করেন পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির। কিন্তু তাঁর সেই দাবিকে চ্যালেঞ্জ জানিয়েছেন আব্বাসি। তাঁর দাবি, আসিম যা-ই দাবি করুন না কেন, তিনি নিজে বালুচিস্তানে অন্য ছবি দেখেছেন।
সাক্ষাৎকারে আব্বাসি জানিয়েছেন, বালুচিস্তানে ভয়ের পরিবেশ তৈরি হয়েছে। অস্থিরতা দেখা যাচ্ছে সর্বত্র। কোয়েট্টার শীর্ষ প্রশাসনিক আধিকারিকরা পর্যন্ত ভয়ভীত। সশস্ত্র নিরাপত্তা ছাড়া বাইরে বেরনোর সাহস পান না তাঁরা। তাঁর বক্তব্য, “আঁধার নামলে বালুচিস্তানের উপস্থিতি কার্যতই গায়েব হয়ে যায়। এটা নিছক আইন-শৃঙ্খলা ভেঙে পড়ার ইঙ্গিত নয়। বরং রাষ্ট্রের কর্তৃত্ব ফিকে হয়ে আসার ইঙ্গিত।” বালুচিস্তানের সশস্ত্র গোষ্ঠীগুলির সক্রিয় হয়ে ওঠার কথাই জানিয়েছেন আব্বাসি। তিনি জানিয়েছেন, সশস্ত্র সংগঠনগুলিই বালুচিস্তানে হাইওয়েতে টহল দেয়, চেকপয়েন্ট পর্যন্ত তৈরি করা হয়েছে, শহরাঞ্চল কার্যত নিজেদের দখলে নিয়ে নিয়েছে তারা। এতেই বোঝা যাচ্ছে, মুঠোভর্তি বালির মতো পাকিস্তানের হাত থেকে বালুচিস্তান বেরিয়ে যাচ্ছে।