Home / রাজনীতি / ধর্ম উপদেষ্টা কে চেয়ার ছেড়ে দেওয়ার অনুরোধ জানালেন সাইফুল আজম আজাহারী

ধর্ম উপদেষ্টা কে চেয়ার ছেড়ে দেওয়ার অনুরোধ জানালেন সাইফুল আজম আজাহারী

মাওলানা রইস হত্যার বিচারের দাবিতে সুন্নিরা সারাদেশে নানা ধরণের প্রতিবাদ কর্মসূচি চলমান রেখেছে। সম্প্রতি এই বিষয়ে ফেসবুকে একটি বার্তা দিয়েছেন বিশিষ্ট ইসলামিক বক্তা শাইখ সাইফুল আজম আল আজহারী।

তিনি তাঁর বক্তব্যে ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন কে উদ্দেশ্য করে বলেন, ‘আপনি মাওলানা রইস হত্যার বিচার নিয়ে একটি কথাও বললেন না, তার বিচারের দাবির প্রতিবাদ নিয়ে একটি কথাও বললেন না, আপনি ধর্ম উপদেষ্টা হিসেবে এই বিষয়ে কথা বলার উচিৎ ছিল। কিন্তু আপনি পক্ষপাতিত্ব করেছেন। আপনি সবার ধর্ম উপদেষ্টা, শুধু নির্দিষ্ট কোনো গোষ্ঠীর নয়। যদি পক্ষাপাতিত্ব করেন তাহলে চেয়ার ছেড়ে দিন, পক্ষপাতিত্ব করে চেয়ারে বসে থাকার কোনো অধিকার নেই আপনার’।এভাবেই ধর্ম উপদেষ্টার উপর পক্ষাপাতিত্বের অভিযোগ তুলে তাকে দায়িত্ব ছেড়ে দিতে বলেন শাইখ সাইফুল আজম আল আজহারী।

উল্লেখ্য, গত ২৭ এপ্রিল সকালে রইস উদ্দিনের বিরুদ্ধে বলাৎকারের অভিযোগ তুলে স্থানীয়রা তাকে গণপিটুনি দেয়। এ সময় তাকে গলায় জুতার মালা পরিয়ে গাছের সঙ্গে বেঁধে নির্যাতন করা হয়। খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। পরবর্তীতে তার বিরুদ্ধে মামলা দায়ের হলে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়। ওই রাতেই কারাগারে অসুস্থ হয়ে তিনি মৃত্যুবরণ করেন। এ ঘটনায় নিহতের পরিবার অভিযোগ করে, এটি ছিল পূর্বপরিকল্পিত হত্যা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *