Home / রাজনীতি / হাসনাত আবদুল্লাহকে ‘অবাঞ্ছিত’ ঘোষণার হুঁশিয়ারি বিএনপির

হাসনাত আবদুল্লাহকে ‘অবাঞ্ছিত’ ঘোষণার হুঁশিয়ারি বিএনপির

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহর ‘আওয়ামী লীগের টাকায় বিএনপির রাজনীতি চলে’— এই মন্তব্যকে ঘিরে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে কুমিল্লা বিভাগীয় বিএনপি।

সোমবার (১৯ মে) বিকেলে কুমিল্লা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে বিএনপির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূঁইয়া বলেন, এই বক্তব্য কেবল রাজনৈতিক শিষ্টাচারবিরোধী নয়, মানসিক ভারসাম্য হারানোর ইঙ্গিতও দেয়। তার অবিলম্বে মানসিক চিকিৎসার প্রয়োজন।তিনি আরও বলেন, যদি হাসনাত আব্দুল্লাহ প্রকাশ্যে ক্ষমা না চান এবং বক্তব্য প্রত্যাহার না করেন, তবে কুমিল্লা বিএনপি তাকে ‘অবাঞ্ছিত ব্যক্তি’ ঘোষণা করতে বাধ্য হবে।

অধ্যক্ষ সেলিম ভূঁইয়া বলেন, গত শুক্রবার এক অনুষ্ঠানে হাসনাত যেভাবে বলেছিলেন ‘আওয়ামী লীগের টাকায় বিএনপির রাজনীতি চলে’, সেটি একটি শিশুসুলভ ও রাজনৈতিকভাবে অপরিপক্ক বক্তব্য। এতে কুমিল্লার বিএনপি নেতাকর্মীরা হতাশ ও ক্ষুব্ধ।তিনি আরও বলেন, এই কুমিল্লা রাজনীতির সেই ভূমি যেখানে ড. খন্দকার মোশাররফ হোসেন, এমকে আনোয়ার, কর্নেল আকবর হোসেনের মতো নেতারা নেতৃত্ব দিয়েছেন। এখানকার বিএনপির নেতাকর্মীরা দুর্দিনে রাজপথে থেকেছেন, জনগণের পাশে দাঁড়িয়েছেন। সেই ইতিহাসকে হাসনাত আব্দুল্লাহ মিথ্যা ও কুৎসিতভাবে উপস্থাপন করেছেন।সংবাদ সম্মেলনে সেলিম ভূঁইয়া বলেন, রাজনীতি মানে প্রতিপক্ষকে অসম্মান করা নয়। হাসনাতের বক্তব্যে কেবল কুমিল্লা নয়, দেশের বিএনপি নেতাকর্মীদের মধ্যেও ক্ষোভ ছড়িয়েছে।

তিনি আরও দাবি করেন, হাসনাত বর্তমানে ‘কিংস পার্টি’ বা ‘রাজার পার্টির’ মুখপাত্র। এই ধরনের ‘ছেলেমানুষ’ নেতাদের মাঠে নামিয়ে সরকার গণতন্ত্রকে বিভ্রান্ত করছে।সংবাদ সম্মেলনে কথা বলেন বিএনপির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূঁইয়া। ছবি: সময়ের আলোসংবাদ সম্মেলনে কথা বলেন বিএনপির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূঁইয়া। ছবি: সময়ের আলোবিএনপি নেতা আরও বলেন, সরকার নির্বাচন যত বিলম্বিত করবে, জনগণের আস্থা তত হারাবে। বাংলাদেশের মানুষ সুষ্ঠু ও অবাধ নির্বাচন চায়। আর সে আন্দোলনে কুমিল্লার বিএনপি জুলাই-আগস্ট বিপ্লবে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে এবং আগামীতেও রাখবে।সংবাদ সম্মেলনে বিএনপির কুমিল্লা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া, চেয়ারপারসনের উপদেষ্টা হাজী আমিনুর রশিদ ইয়াছিন, দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক জাকারিয়া তাহের সুমন ও সদস্য সচিব আশিকুর রহমান মাহমুদ ওয়াসিমসহ আরও অনেক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এর আগে গত শুক্রবার (১৬ মে) কুমিল্লা শিল্পকলা একাডেমির হলরুমে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে আয়োজিত ‘জুলাই সম্মেলন’-এ বক্তব্য রাখেন এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ। সেখানেই তিনি বলেন, কুমিল্লার অনেক উপজেলায় বিএনপির রাজনীতি চলে আওয়ামী লীগের টাকায়। রাজনীতি টাকার কাছে বিক্রি হয়ে গেছে।এই বক্তব্য দেশজুড়ে আলোড়ন তোলে এবং কুমিল্লা বিএনপি তার জবাবে সংবাদ সম্মেলন করে পাল্টা প্রতিক্রিয়া জানায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *