
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ভাটারা থানার এনামুল হক হত্যাচেষ্টা মামলায় অভিনেত্রী নুসরাত ফারিয়া কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। একইসঙ্গে তাঁর জামিন শুনানির জন্য আগামী ২২ মে ধার্য করেন আদালত।আজ সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নাজনীন আক্তারের আদালত এই নির্দেশ দেন।
এরআগে, আজ সোমবার সকাল ৯টার কঠোর নিরাপত্তায় নুসরাত ফারিয়াকে আদালতে হাজির করা হয়। তাঁকে ঢাকার সিএমএম আদালতের হাজতখানায় রাখা হয়। পরে মামলার তদন্ত কর্মকর্তা ভাটারা থানার উপ-পরিদর্শক বিল্লাল ভূঁইয়া তাঁকে কারাগারে আটক রাখার আবেদন করেন। আসামি পক্ষের আইনজীবীরা তার জামিন চেয়ে আবেদন করেন। রাষ্ট্রপক্ষে জামিনের বিরোধিতা করা হয়। উভয় পক্ষের শুনানি শেষে ফারিয়াকে কারাগারে রাখার নির্দেশ দেন আদালত।
গতকাল রোববার সকালে থাইল্যান্ড যাওয়ার সময় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক করা হয় নুসরাত ফারিয়াকে। শুরুতে ভাটারা থানায় নেওয়া হলেও পরে জিজ্ঞাসাবাদের জন্য তাঁকে নেওয়া হয় ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি) হেফাজতে।এই অভিনেত্রীর বিরুদ্ধে ভাটারা থানায় জুলাই গণ-অভ্যুত্থানের সময় করা একটি হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তারি পরোয়ানা ছিল। সেই মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়।