
অন্তর্বর্তীকালীন সরকারের সহযোগিতায় রাষ্ট্রপতি, হত্যা মামলার আসামি আবদুল হামিদকে দেশ ছাড়তে সহযোগিতায় করায় স্বরাষ্ট্র উপদেষ্টাতে পদত্যাগ করতে হবে। ৪৮ ঘন্টার মধ্যে পদত্যাগ না করতে আন্দোলন।
পদত্যাগের দাবিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও কর্মসূচি পালন করেছে গণঅধিকার পরিষদের অঙ্গ সংগঠন বাংলাদেশ যুব অধিকার পরিষদ। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মোঃ রাশেদ খাঁন।
পরবর্তীতে ১২ সদস্যের একটি প্রতিনিধিদল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব, মো: আতাউর রহমান খান, এনডিসির হাতে স্মারকলিপি তুলে দেন। প্রতিনিধি দলে ছিলেন-মোঃ রাশেদ খাঁন, সাধারণ সম্পাদক, গণঅধিকার পরিষদ। মনজুর মোরশেদ মামুন, সভাপতি, বাংলাদেশ যুব অধিকার পরিষদ। মুনতাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ যুব অধিকার পরিষদ।সৈয়দ মাহবুবুর রহমান, অর্থ সম্পাদক, বাংলাদেশ যুব অধিকার পরিষদ। শাকিলুজ্জামান, দপ্তর সমন্বয়ক গণঅধিকার পরিষদ। আবু হানিফ, উচ্চতর পরিষদ সদস্য , গণঅধিকার পরিষদ। শহিদুল ইসলাম ফাহিম, উচ্চতর পরিষদ সদস্য, গণঅধিকার পরিষদ। আবদুজ্জাহের উচ্চতর পরিষদ সদস্য, গণঅধিকার পরিষদ। আব্দুর রহমান, সভাপতি শ্রমিক অধিকার পরিষদ। রাহুল ইসলাম, সহ সভাপতি, বাংলাদেশ যুব অধিকার পরিষদ। সৈয়দ রাসেল মুন, যুগ্ম সাধারণ সম্পাদক, বাংলাদেশ যুব অধিকার পরিষদ। নেওয়াজ খান বাপ্পী, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ। আবু মনসুর সাজু চৌধুরী, ত্রান ও দুর্যোগ বিষয়ক সম্পাদক, গণঅধিকার পরিষদ।
স্মারকলিপিতে বলা হয়, আমরা সরকারকে ৪৮ ঘন্টার আল্টিমেটাম দিচ্ছি। এই সময়ের মধ্যে যথাযথ জবাব, দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা এবং ডামি রাষ্ট্রপতিতে ফিরিয়ে আনতে না পারলে স্বরাষ্ট্র উপদেষ্টাকে সসম্মানে চেয়ার ছাড়তে হবে।অন্যথায় স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে সারাদেশে আন্দোলন গড়ে তোলা হবে। যার জন্য দায়ী থাকবে অন্তর্বর্তীকালীন সরকার।