Home / রাজনীতি / সরকার পতনে যুক্তরাষ্ট্রের ভূমিকা ছিল : আনিস আলমগীর

সরকার পতনে যুক্তরাষ্ট্রের ভূমিকা ছিল : আনিস আলমগীর

কলামিস্ট ও সাংবাদিক আনিস আলমগীর বলেছেন, জুলাই-আগস্টের অভ্যুত্থানে জন-আকাঙ্ক্ষা ছিল, শুধু আমেরিকা এই অভ্যুত্থান ঘটিয়ে দিয়েছে সেটা বলা যাবে না। তবে অবশ্যই আমেরিকার ভূমিকা এখানে ছিল। সম্প্রতি একটি টক শো অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। তিনি বলেন, যখন আপনার দুর্বলতা থাকে, তখন অন্যরা সেই দুর্বলতার সুযোগ নেয়।

মার্কিন প্রশাসনের সঙ্গে আওয়ামী লীগ সরকারের বিরোধ ছিল, সেই বিরোধ তারা কাজে লাগিয়েছেন। বরাবরই দেখা গেছে, মার্কিন সরকার আওয়ামী লীগ সরকারের সঙ্গে কখনো ভালো সম্পর্ক রাখেনি। আন্দোলনে যুক্তরাষ্ট্র কী করেছে এমন প্রশ্নের জবাবে আনিস আলমগীর বলেন, আন্দোলনে যারা অংশগ্রহণ করেছে, তারাই বলছেন— তাদের সঙ্গে মিটিং হয়েছে, তাদের কাছে অর্থ ছিল; এগুলো তো এখন তারা স্বীকার করছে। তিনি বলেন, মার্কিন প্রশাসনের ইন্ধন ছিল— এটা অস্বীকার করার কোনো উপায় নেই।

যেসব উপদেষ্টা নিয়োজিত হয়েছেন, তাদের কয়েকজন এই জন-আকাঙ্ক্ষার সঙ্গে মিল রেখে আন্দোলন করেছিলেন। আবার আন্দোলনে যুক্ত ছিলেন না এমন অনেকে উড়ে এসে জুড়ে বসেছেন, যাদের সঙ্গে মার্কিন যোগসূত্র আছে। তারা অনেক আগে থেকেই যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগ রক্ষা করে চলতেন। এমন ব্যক্তিরা শুধু উপদেষ্টা পরিষদেই না, প্রশাসনের বিভিন্ন জায়গায় বসেছেন এবং এখন সংবিধান পরিবর্তনসহ নানা কিছুতে তারা মত দিচ্ছেন।

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *