Home / রাজনীতি / শেখ হাসিনার রায়ে ভারতের বিবৃতি: ফেরত পাঠানোর বিষয় উপেক্ষা করে উল্টো গণতন্ত্র ও নির্বাচনে সব দলের অংশগ্রহণের বার্তা

শেখ হাসিনার রায়ে ভারতের বিবৃতি: ফেরত পাঠানোর বিষয় উপেক্ষা করে উল্টো গণতন্ত্র ও নির্বাচনে সব দলের অংশগ্রহণের বার্তা

প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় নিয়ে একটি বিবৃতি দিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। তাতে বলা হয়েছে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ঘোষিত রায়ের বিষয়ে ভারত অবগত হয়েছে। বিবৃতিতে বাংলাদেশ সরকারের ফেরত পাঠানোর আহবান কে উপেক্ষা করা হয়েছে। ফেরত পাঠানোর ব্যপারে কোনোকিছুই বলা হয়নি,তার বদলে গণতন্ত্র ও নির্বাচনে সব দলের অংশগ্রহণের বার্তা দেওয়া হয়েছে বিবৃতিতে।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, Statement regarding the recent verdict in Bangladesh November 17, 2025; “India has noted the verdict announced by the “International Crimes Tribunal of Bangladesh” concerning former Prime Minister Sheikh Hasina.2. As a close neighbour, India remains commited to the best interests of the people of Bangladesh, including in peace, democracy, inclusion and stability in that country. We will always engage constructively with all stakeholders to that end.”(New Delhi: November 17, 2025)

অর্থাৎ, ‘একটি নিকট প্রতিবেশী হিসেবে ভারত বাংলাদেশে শান্তি, গণতন্ত্র, অন্তর্ভুক্তি, স্থিতিশীলতাসহ বাংলাদেশের জনগণের সর্বোত্তম স্বার্থের বিষয়ে অঙ্গীকারবদ্ধ রয়েছে। এই লক্ষ্য অর্জনে আমরা সব সময় সব অংশীজনের সঙ্গে গঠনমূলকভাবে যুক্ত থাকব।’

গণতন্ত্র ও অন্তর্ভুক্তি দ্বারা মূলত বাংলাদেশে একটি গণতান্ত্রিক নির্বাচন ও নির্বাচনে সব দলের অংশগ্রহণের কথাই বোঝানো হয়ছে। এই বিবৃতিতে বাংলাদেশ সরকারের শেখ হাসিনাকে ফেরত পাঠানোর আহবান কে পুরোপুরি উপেক্ষা করা হয়েছে।

গত বছর জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় আজ শেখ হাসিনাকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকেও মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। আরেক আসামি পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে দেওয়া হয়েছে পাঁচ বছরের কারাদণ্ড।

এই রায় ঘোষণার পর মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামানকে হস্তান্তরের জন্য ভারতের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘মানবতাবিরোধী অপরাধে দণ্ডপ্রাপ্ত এই ব্যক্তিদের দ্বিতীয় কোনো দেশ আশ্রয় দিলে তা হবে অত্যন্ত অবন্ধুসুলভ আচরণ এবং ন্যায়বিচারের প্রতি অবজ্ঞার শামিল। আমরা ভারত সরকারের প্রতি আহ্বান জানাই, তারা যেন অনতিবিলম্বে দণ্ডপ্রাপ্ত এই দুই ব্যক্তিকে বাংলাদেশ কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করে।’

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *