
আজ ১১ই মে রবিবার, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিম্নোক্ত স্ট্যাটাসটি দেন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম:

স্ট্যাটাস দেওয়ার পরপরই জামাত-শিবিরের কর্মীরা তাকে উদ্দেশ্য করে নেতিবাচক সমালোচনা ও হুমকি প্রদান করতে থাকে। কিছুক্ষণ পরেই মাহফুজ আলম তার স্ট্যাটাসটি ফেসবুক থেকে সরিয়ে নেন।
এই ঘটনার প্রেক্ষিতে নেটিজেনরা নানাভাবে সমালোচনা করছেন। জুলাই আন্দোলনকারীরা নিজেরা যে নতুন স্বাধীন বাংলাদেশের কথা বলেন,সেখানে একজন উপদেষ্টারই ক্ষোভের মুখে তার মতামত মুছে ফেলতে হচ্ছে তাই দেশের মানুষের বাকস্বাধীনতা নিয়ে দেখা দিয়েছে সংশয়।
৫ই আগষ্ট পরবর্তী সময়ে সর্বক্ষেত্রেই এমনটা দেখা যাচ্ছে। পাকিস্তানের বিরুদ্ধে কেউ কোথাও কিছু বললেই তাদের বিরুদ্ধে আক্রমনাত্মক ক্ষোভের প্রকাশ করে জামাত-শিবিরের কর্মীরা। যা বাকস্বাধীনতার জন্য অন্তরায়।










