
ড. ইউনূসের যুক্তরাজ্য সফরে তৈরি হচ্ছে একের পর এক বিতর্ক। রাজার কাছ থেকে পুরষ্কার নেওয়ার চিত্রকে একান্ত সাক্ষাতকার বলে বিবৃতি দেয় প্রধান উপদেষ্টার প্রেস সচিব। তার লিখে দেওয়া প্রেস রিলিজ অনুযায়ী সংবাদ মাধ্যমগুলো এই পুরষ্কার নেওয়ার চিত্রকে একান্ত আলাপচারিতা হিসেবে প্রকাশ করছে। প্রেস রিলিজ অনুযায়ী সব গণমাধ্যমকে নিম্নোক্ত নিউজটি করার জন্য বাধ্য করা হচ্ছে:
“বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস আজ বৃহস্পতিবার ব্রিটেনের রাজা চার্লস তৃতীয়ের সঙ্গে বাকিংহাম প্যালেসে এক একান্ত সাক্ষাৎ করেছেন। ব্রিটিশ রাজপরিবারের ঐতিহ্য অনুযায়ী, রাজা সাধারণত তাঁদেরই ব্যক্তিগত সাক্ষাৎ দেন, যাঁদের কাজ ও অবদানকে তিনি বিশেষভাবে গুরুত্ব দেন। এটি কেবল একটি সৌজন্যমূলক সাক্ষাৎ নয়, বরং একটি সম্মানজনক রাজকীয় স্বীকৃতি হিসেবেও বিবেচিত হচ্ছে। আজ লন্ডনের স্থানীয় সময় বেলা ১১টা ২০ মিনিট থেকে ১১টা ৫০ মিনিট পর্যন্ত এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাতের পর বেলা ১টা ৩০ মিনিট থেকে ৩টা পর্যন্ত আয়োজিত ‘কিং চার্লস হারমনি অ্যাওয়ার্ড-২০২৫’ অনুষ্ঠানে অংশ নেবেন ড. ইউনূস।এই আয়োজনে রাজা চার্লস তৃতীয় নিজ হাতে ড. ইউনূসকে ‘হারমনি অ্যাওয়ার্ড-২০২৫’ দেবেন। পরিবেশ, শান্তি ও মানুষের মধ্যে সাম্য-সহাবস্থানের পক্ষে তাঁর দীর্ঘদিনের অবদানের স্বীকৃতি হিসেবে এই পুরস্কার দেওয়া হচ্ছে।“
রাজা কিং চার্লসের সাথে ড. ইউনুসের একান্ত কোনো সাক্ষাতকার হয়নি।মূলত যুক্তরাজ্যের PA Media গ্রুপের চিফ রয়েল ফটোগ্রাফার Aaron Chown এর তোলা সিরিজ ফটোর থেকেই রাজার সাথে ইউনূসের ছবি সংগ্রহ করা হয়।প্রকাশিত সেই এলবামে বাকিংহাম প্যালেসের “ভিজিটর” হেডিং দিয়ে অ্যালবামের নামকরন করা হয়েছে। ভিজিটরেরা কিউ (queue) দিয়ে রাজর সাথে একে একে সিরিয়াল ধরে পুরষ্কার নিয়ে করমর্দন করে চলে আসে। আর সেই পুরষ্কার নেওয়ার ছবিকে একান্ত সাক্ষাতকার বলে প্রকাশ করা হচ্ছে।