
“রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে বিএসপি মহাসচিব বীর মুক্তিযোদ্ধা এডভোকেট আব্দুল আজিজ সরকারের নামাজে জানাজা সম্পন্ন “বাংলাদেশ সুপ্রিম পার্টি (বিএসপি)’র মহাসচিব, বীর মুক্তিযোদ্ধা এডভোকেট আব্দুল আজিজ সরকার (২০ জুন) শুক্রবার সন্ধ্যা ৭টা ১০ মিনিটে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮২ বছর। তিনি ছিলেন দেশের একজন বর্ষীয়ান রাজনীতিক, প্রগতিশীল নেতৃত্বের প্রতীক এবং মহান মুক্তিযুদ্ধের একজন সম্মানিত সংগঠক ও যোদ্ধা।
২১ জুন (শনিবার, বাদ জোহর) দুপুর দুইটায় রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে বিএসপি মহাসচিবের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়েছে। জানাজার ইমামতি করেন, মাইজভাণ্ডার দরবার শরীফের পীর ও বিএসপি চেয়ারম্যান হযরত শাহসুফি সৈয়দ সাইফুদ্দীন আহমদ আল হাসানী ওয়াল হোসাইনী আল মাইজভাণ্ডারী মাদ্দাজিল্লুহুল আলী।
জানাজার পূর্বে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন, “দীর্ঘ রাজনৈতিক জীবনে বীর মুক্তিযোদ্ধা এডভোকেট আব্দুল আজিজ সরকার সততা, সাহসিকতা ও দায়িত্ববোধের এক উজ্জ্বল দৃষ্টান্ত ছিলেন। তিনি শুধু একজন নেতা নন, ছিলেন একজন আদর্শবান সংগঠক, সমাজসেবক এবং মানবিক মূল্যবোধে বিশ্বাসী অভিভাবকসুলভ রাজনৈতিক ব্যক্তিত্ব।”
তিনি আরো বলেন, “জাতির শ্রেষ্ঠ সন্তান, বীর মুক্তিযোদ্ধা এডভোকেট আব্দুল আজিজ সরকার ছিলেন বাংলাদেশ সুপ্রিম পার্টি’র অন্যতম ভিত্তি। তিনি অত্যন্ত বয়োবৃদ্ধ হয়েও দলের জন্য অবিরাম পরিশ্রম করে গিয়েছেন। তাঁর নেতৃত্ব, প্রজ্ঞা ও ত্যাগ বাংলাদেশের রাজনীতিতে চিরস্মরণীয় হয়ে থাকবে।
বাংলাদেশ সুপ্রিম পার্টি-বিএসপি’র নেতাকর্মী ছাড়াও আহলে সুন্নাত ওয়াল জামাআত, আঞ্জুমানে রহমানিয়া মইনীয়া মাইজভাণ্ডারীয়া, মইনীয়া যুব ফোরামসহ বিভিন্ন রাজনৈতিক ও অরাজনৈতিক দলের বিপুল নেতাকর্মী জানাজায় অংশগ্রহণ করেন।তাঁর এই শূন্যতা দেশ-জাতি ও দলের জন্য অপূরণীয়।” জানাজার পরে বিএসপি মহাসচিব কে রাজধানীর আজিমপুর কবরস্থানে সমাহিত করা হয়েছে। চেয়ারম্যান মহোদয়ের নির্দেশে বিনীত:মোঃ ইব্রাহিম মিয়াদপ্তর সম্পাদক বাংলাদেশ সুপ্রিম পার্টি (বিএসপি)