
জয়েন উদ্দিন সরকার তন্ময় – ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের সদস্য। একসময় মুক্তিযুদ্ধের ঘোড় বিরোধীতা করে ফেসবুকে দিয়েছিল নানা ধরণের পোস্ট। ডাকসু নির্বাচনে সে শিবিরের প্যানেলে জায়গা পেয়েছে। নির্বাচনে ভোট পাওয়ার আশায় এখন সে তার আগের ফেসবুক পোস্টগুলোকে সড়িয়ে নিচ্ছে।
তার বিরুদ্ধে গুরুতর অভিযোগ পাওয়া গেছে। বাংলাদেশের মুক্তিযুদ্ধে বীরশ্রেষ্ঠ মতিউর রহমানকে সে “বিমান ছিনতাইকারী” আখ্যা দিয়ে ফেসবুকে মন্তব্য করেছিল।

এছাড়া বীরশ্রেষ্ঠ মতিউর রহমান যে পাকিস্তানী পাইলটের সাথে যুদ্ধ করে বীরত্ব দেখিয়ে বিমানকে পাকিস্তানে যেতে না দিয়ে বাংলাদেশের কাছে নিয়ে আসতে চাচ্ছিলেন, সেই পাকিস্তানী পাইলটকে সে জাতীয় বীর শহীদ হিসেবে তুলে ধরে ফেসবুকে পোস্ট দিয়েছিল।
তার এই ধরণের ফেসবুক পোস্ট সাধারণ ছাত্রদের মধ্যে ব্যাপক ক্ষোভের সঞ্চার করেছে। শিবিরের প্যানেলের উপরও ক্ষোভ বাড়ছে শিক্ষার্থীদের।