
সাবেক চেয়ারম্যান জাকির হোসেন ও তার মেয়ের জামাইয়ের(শ্বশুর-জামাইয়ের) দাপটে অতিষ্ঠ ফতেপুরবাসী।চাঁদাবাজি, মাদক ব্যবসা, রাতের ট্রাক থেকে টাকা আদায় করা হচ্ছে প্রতিনিয়ত—এসব অপকর্ম্ব নাম ভাঙানো হচ্ছে বিএনপির।
চট্টগ্রামের হাটহাজারী উপজেলার ফতেপুর ইউনিয়নে সাবেক চেয়ারম্যান জাকের হোসেন ও তার জামাই সোহেলের দাপটে অতিষ্ঠ হয়ে উঠেছে এলাকার সাধারণ মানুষ। স্থানীয়দের অভিযোগ, তারা বছরের পর বছর ধরে চাঁদাবাজি, মাদক ব্যবসা এবং নানা অবৈধ কর্মকাণ্ড চালিয়ে এলেও প্রশাসন রয়েছে নীরব।
স্থানীয়দের ভাষ্যমতে, কেউ নতুন বাড়ি নির্মাণ করতে গেলে বাধ্য করা হয় চাঁদা দিতে। পরিমাণ শুরু হয় ৫০ হাজার টাকা থেকে শুরু করে ২ লাখ টাকা পর্যন্ত। চাঁদা না দিলে নির্মাণকাজ বন্ধ করে দেওয়া হয়, মালামাল আটকানো হয়, এমনকি শ্রমিকদের ভয়ভীতি দেখানো হয়।ফতেপুর ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সংলগ্ন এলাকায় রাতের বেলা চলাচলকারী মালবাহী ট্রাক থেকেও টাকা তোলা হয় বলে অভিযোগ। ট্রাকচালকদের কাছ থেকে এই টাকা আদায় করা হয় সোহেলের নামেই।
এছাড়া বিশ্ববিদ্যালয় এলাকা ঘিরে গড়ে উঠেছে মাদক ব্যবসার শক্তিশালী নেটওয়ার্ক। স্থানীয় একাধিক সূত্র জানায়, সোহেল গাঁজা ও ইয়াবার ব্যবসার সঙ্গে সরাসরি যুক্ত। এই ব্যবসা চলে প্রকাশ্যেই, তবু কোনো ধরনের আইনি পদক্ষেপ দেখা যায় না।
সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা জাকের হোসেন নিজেও বিতর্কিত কর্মকাণ্ডে জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে। একাধিক নারী কেলেঙ্কারির ঘটনাও রয়েছে তার বিরুদ্ধে। এমনকি তার আপত্তিকর কিছু ভিডিও এখনো অনেকের মোবাইলে ঘুরে বেড়ায়।
নাম প্রকাশে অনিচ্ছুক এক বাসিন্দা ট্রাইব্যুনাল বিডিকে বলেন,“শ্বশুর-জামাই মিলে এলাকায় ত্রাস সৃষ্টি করেছে। কেউ মুখ খুললেই হুমকি আসে। তারা বিএনপির নাম ব্যবহার করে নিজেদের প্রভাব দেখায়।”এ বিষয়ে প্রশাসনের কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে স্থানীয়দের দাবি, বিষয়টি খতিয়ে দেখে যথাযথ ব্যবস্থা নেওয়া হোক।