Home / রাজনীতি / নেতাদের বিরুদ্ধে দুর্নীতি-চাঁদাবাজি-টেন্ডারবাজি-জমি দখল ও নিয়োগ বাণিজ্যের অভিযোগ এনে বৈষম্যবিরোধী ছাত্রদের পদত্যাগ

নেতাদের বিরুদ্ধে দুর্নীতি-চাঁদাবাজি-টেন্ডারবাজি-জমি দখল ও নিয়োগ বাণিজ্যের অভিযোগ এনে বৈষম্যবিরোধী ছাত্রদের পদত্যাগ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রংপুর জেলা ও মহানগর কমিটির কয়েকজন নেতার বিরুদ্ধে দুর্নীতি, চাঁদাবাজি, টেন্ডারবাজি, জমি দখল ও নিয়োগ বাণিজ্যের অভিযোগ এনে ১৬ জন নেতা পদত্যাগ করেছেন। এছাড়া এই প্ল্যাটফর্ম থেকে আরও অর্ধশতাধিক নেতাকর্মী পদত্যাগ করবেন বলে জানিয়েছেন।

রোববার রাতে রংপুর জেলা শিল্পকলা একাডেমি চত্বরে সংবাদ সম্মেলন ডেকে তারা পদত্যাগের ঘোষণা দেন।পদত্যাগকারীরা হলেন-মহানগর কমিটির যুগ্ম সদস্য সচিব সিয়াম আহসান আয়ান, সংগঠক আদনান সামির, মাহদী হাসান অনিক, রাতুল, এনায়েত রাব্বি, সদস্য আরাফাত সানি আপন, আল-শামস সিয়াম, আল-আমিন, সীমান্ত হোসেন, মোজাহিদ, আল-তানজীল আহসান, জেলা কমিটির সদস্য মুবতাসিম ফুয়াদ সাদিদ, জুনাইদ ইসলাম সাদিদ, সৃজন সাহ, মাহতাব হোসেন আবির ও সাওম মাহমুদ সিরাজ।

পদত্যাগপত্রে তারা লেখেন, রংপুর জেলা কমিটির আহ্বায়ক ও সদস্য সচিবসহ কিছু নেতার বিরুদ্ধে ওঠা দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ এবং তার স্বপক্ষে পাওয়া প্রমাণ আমাদের আন্দোলনের মূল চেতনা ও আদর্শের সম্পূর্ণ পরিপন্থি। এ গুটিকয়েক নেতার অপকর্মের দায় আমরা যারা নিষ্ঠার সঙ্গে কাজ করে গেছি তাদের ওপরও বর্তায়, যা অত্যন্ত লজ্জাজনক ও অপমানজনক।বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা কমিটির আহ্বায়ক ইমরান আহমেদ বলেন, আমরা ষড়যন্ত্রের শিকার। আজ সংবাদ সম্মেলন করে পুরো বিষয়টি স্পষ্ট করা হবে।

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *