Home / মুক্তচিন্তা / ‘ড. ইউনূস আল্লাহ প্রদত্ত নবীদের মতো,তাকে ক্ষমতাচ্যুত করা হারাম’-কাজী ইব্রাহীম

‘ড. ইউনূস আল্লাহ প্রদত্ত নবীদের মতো,তাকে ক্ষমতাচ্যুত করা হারাম’-কাজী ইব্রাহীম

“ড. ইউনূস আল্লাহ প্রদত্ত নবীদের মতো। আল্লাহ তা’আলা যেভাবে কারও পরামর্শ ছাড়া নিজেই বাছাই করে নবীদের পাঠিয়েছেন,সেভাবেই ড. ইউনূসকেও পাঠিয়েছেন আমাদের জন্য।তাকে ক্ষমতাচ্যুত করা হারাম।”- সম্প্রতি একটি বক্তৃতায় এমটাই বলেছেন জামায়েত ইসলামের মতাদর্শী বিতর্কিত ইসলামিক বক্তা কাজী ইব্রাহীম।

তার এই বক্তব্য সোশাল মিডিয়ায় ব্যপক প্রচার হচ্ছে,ইসলাম পন্থীরা এই বক্তব্যের তীব্র তীব্র সমালোচনা করছে।

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *