Home / রাজনীতি / ঘোষিত কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে আওয়ামীলীগের প্রতিষ্ঠাবার্ষিকী সফল করছে নেতাকর্মীরা

ঘোষিত কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে আওয়ামীলীগের প্রতিষ্ঠাবার্ষিকী সফল করছে নেতাকর্মীরা

বাংলাদেশ আওয়ামীলীগের সংগ্রাম,সাফল্য,উন্নয়নের পথ চলার ৭৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী আজ ২৩শে জুন। ১৯৪৯ সালের ২৩শে জুন আওয়ামীলীগ প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আওয়ামীলীগ এক মাসের কর্মসূচি ঘোষণা করেছে। এরই ধারাবাহিকতায় সারাদেশে নানা ভাবে কর্মসূচী পালন করছে নেতাকর্মীরা।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রাম মহানগর আওয়ামী যুবলীগের উদ্যোগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন এবং মানবিক কর্মসূচির অংশ হিসেবে রান্না করা খাবার বিতরণ ও প্রাণঘাতী ভাইরাস করোনার প্রাদুর্ভাব হতে রক্ষার জন্য জনসচেতনতা সৃষ্টির লক্ষ্য মাষ্ক বিতরণ কর্মসূচি পালন করা হয়।

এছাড়া সারাদেশে আওয়ামীলীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা বিভিন্ন জায়গায় মিছিল-সমাবেশ ও নানা ধরণের মানবিক কার্যক্রম পরিচালনা করেছে।

এর আগে মাসব্যাপী আওয়ামী লীগের কর্মসূচি ঘোষণা করে। মাসব্যাপী দলটির কর্মসূচির মধ্যে আজ সোমবার সরকারের পদত্যাগ ও ট্রাইব্যুনালে বিচার বন্ধের দাবিতে ঢাকা মহানগরের অন্তর্গত সব থানায় বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল হবে বলে জানা যায়। ২৩ জুন আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শ্রদ্ধা নিবেদন ও ভার্চুয়াল আলোচনা সভা এবং অসহায় ও দুস্থদের মধ্যে খাদ্য ও বস্ত্র বিতরণ কার্যক্রম পরিচালনার গুপ্তবার্তা ছড়ানো হয়েছে। ২৪ জুন প্রধান উপদেষ্টার পদত্যাগ ও ট্রাইব্যুনালে বিচার বন্ধের দাবিতে বিভাগীয় শহরে বিক্ষোভ ও প্রতিবাদ মিছিলের কথা বলা হয়েছে। আগামী ১ জুলাই রয়েছে সব জেলার সাংগঠনিক কার্যালয়কেন্দ্রিক বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল। ১৬ জুলাই উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে তৃণমূল আওয়ামী লীগের নেতাকর্মীদের বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল।

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *