Home / অন্যান্য / জাতীয় / ঈদের জামাতকে কেন্দ্র করে বিএনপির দু’পক্ষের সংঘর্ষ, নিহত ১

ঈদের জামাতকে কেন্দ্র করে বিএনপির দু’পক্ষের সংঘর্ষ, নিহত ১

যশোরের বেনাপোলে ঈদের জামাতকে কেন্দ্র করে বিএনপির দু’পক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। গতকাল শনিবার সন্ধ্যায় ডুপপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, গতকাল সকালে ঈদ জামাতকে কেন্দ্র করে স্থানীয় বিএনপির দু’পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। এর জেরে সন্ধ্যায় ডুপপাড়া এলাকায় হাতবোমা বিস্ফোরণ ঘটায় এক পক্ষ। এতে বিএনপির কর্মী আব্দুল হাই গুরুতর আহত হন। পরে তাঁকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হলে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

খবর পেয়ে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায় পুলিশ। এ ঘটনায় জড়িতদের ধরতে অভিযান চলছে।এ বিষয়ে যশোরের নাভারন সার্কেলের এএসপি নাহিদ আল নাহিয়ান বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লাশ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে। সুরতহাল রিপোর্ট পেলে জানানো যাবে বিস্তারিত। তবে পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে বলে জানান পুলিশ কর্মকর্তা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *