
বাংলাদেশ আওয়ামী লীগকে নিষিদ্ধ রাজনৈতিকভাবে সঠিক সিদ্ধান্ত হয়নি বলে মন্তব্য করেছেন বগুড়ার শিবগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মীর শাহে আলম। তিনি বলেছেন, ‘জামায়াত এবং নতুন একটি রাজনৈতিক দল মিলে তিনদিনের ভুয়া আন্দোলন করে স্বাধীনতার নেতৃত্বকারী একটি রাজনৈতিক দল, বাংলাদেশের সবচাইতে একটি পুরাতন দল সেই দলকে বাংলাদেশে নিষিদ্ধ করেছে। যেটা রাজনৈতিকভাবে সঠিক সিদ্ধান্ত হয়েছে বলে আমি বিএনপির একজন কর্মী হিসেবে মনে করি না।’
গত ২১ জুন বগুড়ার শিবগঞ্জ উপজেলার মোকামতলায় লীলা কীর্তন ও মতবিনিময় সভায় মীর শাহে আলম এসব কথা বলেন।
তিনি বলেন, ‘আমরা আওয়ামী লীগের বিরুদ্ধে আন্দোলন করেছি, শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন করেছি। আমাদের আন্দোলন ছিল ভোটের অধিকার। শেখ হাসিনা যদি সুস্থ নির্বাচন দিত, বাংলাদেশে কোনো আন্দোলন হতো না।’ বিএনপির এই নেতা বলেন, ‘আন্দোলনের পরে আমরা বলেছি, আওয়ামী লীগের যারা অন্যায় করেছে।
আমরা তাদের বিচার চাই। কিন্তু সংগঠন হিসেবে আওয়ামী লীগ নিষিদ্ধ চাই না।’