
২০২৪ সালের জুলাই-আগষ্ট মাসে সরকারি চাকরিতে কোটা নিয়ে চলমান আন্দোলন এক পর্যায়ে সরকারের পতন ঘটায়। সেই থেকে চাকরির জন্য আন্দোলনকারীরে রয়েছেন হতাশায়। চাকরির নিয়োগ পরীক্ষা সময়মতো না হওয়া,নিয়োগ প্রক্রিয়া অসামঞ্জস্যপূর্ণ, নিয়োগে ধীরগতি এসবের পাশাপাশি এখন নতুন করে যুক্ত হয়েছে চাকরীরত প্রার্থীদের পদোন্নতির মহোৎসব।
গত কিছুদিন ধরে এই পদন্নোতির উৎসব মহোৎসবে পরিণত হয়েছে। বিভিন্ন পদন্নোতির চিঠিতে দেখা যাচ্ছে কেউ ১৫গ্রেড থেকে হয়ে গিয়েছেন সচিব, কেউ ১৭গ্রেড থেকে হয়ে গিয়েছেন উপজেলা নির্বাচন অফিসার। এসব দেখে হতাশায় ভুগছেন চাকরীপ্রত্যাশী শিক্ষার্থীরা।
একটি সূত্র থেকে জানা গেছে, এসকল পদন্নোতিতে রাজনৈতিক হস্তক্ষেপের পাশাপাশি রয়েছে বিপুল পরিমাণ অর্থ লেনদেনের ছড়াছড়ি। এসকল নিয়োগে ব্যপক অনিয়ম দূর্নীতি হচ্ছে বলে জানা গেছে।
নাম প্রকাশে অনিচ্ছুক একজন ছাত্র জানান, “যেই শিক্ষার্থীরা কোটা আন্দোলন করেছিল তারা এখন রাজনীতিতে ব্যস্ত হয়ে পড়েছে। অনেকে এসব নিয়োগ বাণিজ্যেও জড়িত। তাই এসব নিয়ে সাধারণ শিক্ষার্থীদের পক্ষে কথা বলার মতো কেউ নেই আর। যে আন্দোলন হয়েছিল চাকরিতে কোটা বাতিল করার জন্য, সেই আন্দোলনের পরে এখন ভিতরে ভিতরেই এরকম পদোন্নতি হয়ে গেলেতো চাকরির বিজ্ঞপ্তিই আসবেনা ঠিকমতো,কোটার ব্যপার তো আসবে অনেক পড়ে।”