
আজ ২৪শে সেপ্টেম্বর,বুধবার রাজধানী ঢাকার বিভিন্ন পয়েন্টে অসংখ্য নেতাকর্মীর অংশগ্রহণে বিক্ষোভ মিছিল করে বাংলাদেশ আওয়ামীলীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
রাজধানীর গুলিস্তান,ফার্মগেট,পান্থপথ,আগারগাঁও সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে দুপুর ২টা থেকে আড়াইটার মধ্যে এসব মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলে প্রায় অর্ধলক্ষাধিক নেতাকর্মী অংশ নেয়।
অন্তর্বর্তী সরকার আওয়ামীলীগের মিছিল দমানোর জন্য সবরকমের চেষ্টা করে গেলেও একের পর এক মিছিল করেই যাচ্ছে আওয়ামীলীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। দিন দিন তাদের মিছিলের সংখ্যা এবং দৈর্ঘ্য বৃদ্ধি পাচ্ছে।
আজকের মিছিল শেষে গুটিকয়েক আওয়ামীলীগ সমর্থক কে গ্রেফতার করলেও বেশিরভাগ নেতাকর্মী সফলভাবে মিছিল সম্পন্ন করে এবং বিক্ষোভ করে স্থান ত্যাগ করে। এসময় তারা ইউনূস সরকার কে অবৈধ এবং তাঁর পদত্যাগের দাবি জানায়।