
আওয়ামীলীগের মিছিল থেকে গ্রেফতার হওয়া এক বাকপ্রতিবন্ধী কর্মীর পরিবারে শেখ হাসিনার উপহার পৌছে দিলেন অ্যাডভোকেট উম্মে হাবিবা। তিনি জননেত্রী শেখ হাসিনা সংগ্রাম পরিষদ এর যুগ্ম সাধারণ সম্পাদক এবং বাংলাদেশ কৃষক লীগ কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক ও জেলা পরিষদ এর সাবেক সদস্য।
গত ২৪শে আগষ্ট রবিবার রাজধানী ঢাকায় বিক্ষোভ মিছিল করে বাংলাদেশ আওয়ামীলীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। এতে অংশ নেয় নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগ কর্মী মো: সাঈদ শেখ। সেই মিছিল থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। জয় বাংলা বলার অপরাধে সেই থেকে সরকারের রোষানলে জেলখানায় অন্যায়ভাবে বন্দী রয়েছে সাঈদ।
জানা যায়, ছাত্রলীগ কর্মী সাঈদ একজন বাকপ্রতিবন্ধী। অস্বচ্ছলতা ও দরিদ্রতার মধ্যেই কোনভাবে চলছে তার পরিবার। সেই পরিবারের পাশে দাঁড়ালেন জননেত্রী শেখ হাসিনা সংগ্রাম পরিষদ এর যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট উম্মে হাবিবা। তিনি তার পরিবারের কাছে শেখ হাসিনার পাঠানো উপহার পৌছে দেন।