
শরীয়তপুরের ভেদরগঞ্জে ধানক্ষেতে এক মাদরাসাছাত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার (৩ জুলাই) বিকেল ৩টার দিকে উপজেলার চর কোড়ালতলী এলাকার পাকা সড়কের পাশের একটি ধানক্ষেত থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত ছাত্রীর নাম আমেনা আক্তার (১৫)। সে উপজেলার রামভদ্রপুর ইউনিয়নের মৃধাকান্দি গ্রামের মান্নান ঢালীর মেয়ে ও স্থানীয় দারুল ফায়েজ ইসলামিয়া দাখিল মাদরাসার দশম শ্রেণির শিক্ষার্থী।
পুলিশ ও পরিবার সূত্র জানায়, বৃহস্পতিবার সকালে মাদরাসার উদ্দেশে বাসা থেকে বের হয় আমেনা। কিন্তু দিন গড়িয়ে গেলেও সে বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বিকেলে চর কোড়ালতলীর একটি ধানক্ষেতে তার লাশ দেখতে পায় স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ সেখান থেকে লাশটি উদ্ধার করে।
নিহতের চাচা কালাম ঢালী বলেন, আমার ভাতিজি পরীক্ষা দিতে মাদরাসায় যাচ্ছিল। কিন্তু বিকেল পর্যন্ত বাসায় না ফেরায় আমরা চিন্তিত হয়ে পড়ি। অনেক খোঁজাখুঁজির পর জানতে পারি কোড়ালতলী এলাকায় ধানক্ষেতে তার লাশ পাওয়া গেছে। লাশটি ঘাস দিয়ে ঢেকে রাখা হয়েছিল।আমরা সন্দেহ করছি কোনো যানবাহনের ধাক্কায় সে মারা গিয়ে থাকতে পারে।
ভেদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পারভেজ আহমেদ সেলিম বলেন, ‘চর কোড়ালতলী এলাকার পাকা সড়কের উত্তর পাশের ধানক্ষেত থেকে মাদরাসাছাত্রী আমেনার লাশ উদ্ধার করা হয়েছে। পরে ময়নাতদন্তের জন্য তা শরীয়তপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’